নীলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারীতে সড়ক ও রেলপথে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে নীলফামারী সদর উপজেলার ঢেলাপীর বাজার সংলগ্ন ইকু জুটমিলের সামনে ও গাছবাড়ী রেলক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সৈয়দপুর উপজেলার চৌমুহনী বাড়াইশাল মাঝাপাড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আলমগীর হোসেন (১৭) ও নীলফামারী পৌসসভার বাড়াইপাড়ার মৃত বাতাসু বর্মনের ছেলে বিমল চন্দ্র রায় (৬০)।
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ঢেলাপীর বাজার সংলগ্ন ইকু জুটমিলের পাশে নীলফামারী থেকে সৈয়দপুরগামী পাকা রাস্তার ওপর অজ্ঞাত যানবাহনের সঙ্গে দুর্ঘটনা কবলিত হয়ে ঘটনাস্থলে আলমগীর হোসেন নামে এক কিশোর নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী বলেন, সকালে সাড়ে ৬টার দিকে চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বিমল চন্দ্র রায় নামে এক ব্যক্তি মারা যান। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। উনি সকালে পরিবারের অজান্তে রেললাইন চলে এসেছিলেন। নিহতের পরিবারের দাবি, তিনি মানসিক সমস্যায় ভুগিছিলেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এছাড়া রোববার (৮ ডিসেম্বর) দুপুরে ডোমার উপজেলার বোড়াগাড়ীর ডোমার-গোমনাতী সড়কে কালার মোড় এলাকায় তিনটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়ে একজন নিহত হন।