নীলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারীতে ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (২০মার্চ) সকাল ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের জোড়দারগা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, জেলার সৈয়দপুরের বাঙ্গালীপুর নিজ পাড়া এলাকার রিয়াজ উদ্দীনের ছেলে আবু তাহের (৫২) ও নওগাঁ জেলার খাস নওগাঁ এলাকার আসাদ আলী প্রামানিকের ছেলে নুরে আলম সিদ্দিকী। আবু তাহের জলঢাকা মৎস্য অফিসের অফিস সহায়ক ও নুরে আলম সিদ্দিকী মার্কেন্টাইল ব্যাংকের নীলফামারী শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহর থেকে চার যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নীলফামারীর দিকে যাচ্ছিল। এসময় সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের জোড়দরগা এলাকায় অটোরিকশাটি আসা মাত্র পিছন থেকে নীলফামারীগামী একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও একজন। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতকে হাসপাতালে পাঠান।
মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্রের ম্যানেজান দলিলুর রহমান বলেন, হটাৎ বিকট শব্দ শুনে অফিসে থেকে বের হয়ে দেখি কয়েকজন পড়ে আছে রাস্তায়। এরমধ্যে একজন মারা যাওয়ার অবস্থায়, আরেকজন ৫ মিনিটের মতো জীবিত ছিল। আর আহত হন একজন। পরে ৯৯৯ এ ফোন দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, মরদেহ দুটি থানায় নেওয়া হয়েছে এবং আইনিপ্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।