নিজস্ব প্রতিবেদক :
সিজিপিএ শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের একদফা দাবিতে কাফনের কাপড় পরে আবারো নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা।
রোববার (২৭ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে কাফনের কাপড় পরে নীলক্ষেত মোড় সড়কে শুয়ে পড়েন কয়েকজন শিক্ষার্থী।
এ সময় বেশ কয়েকটি প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের ঘিরে অবস্থান নেন আরও কয়েকজন। প্ল্যাকার্ডে ‘শিক্ষা চাই ভিক্ষা নয়’, ‘আজ হয় প্রমোশন দিন, নয়তো মৃত্যু’, ‘মৃত্যু নয়তো গণ আত্মহত্যা’, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রহসন মানিনা, মানবোনা’, সহ বিভিন্ন দাবি দেখা যায়।
আন্দোলনে অংশ নেওয়ার সাগর হোসেন নামের ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, বিষয়টি সমাধান হবে এমন আশ্বাস দিয়ে সমন্বয়ক ম্যাডাম আমাদের মিথ্যা আশায় রেখেছেন। অপরদিকে তিনি ফরম পূরণ সম্পন্ন করে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছেন। আমাদের সঙ্গে এমন আচরণ করার কোনো যৌক্তিকতা নেই। আমরা চাই বিষয়টির সুষ্ঠু ও সুন্দর সমাধান করা হোক। অন্যথায় আজ আন্দোলন বন্ধ হবে না। আমাদের শিক্ষার্থীরা কাফনের কাপড় গায়ে জড়িয়ে রাস্তায় নেমেছেন। হয় আজ প্রমোশনের ঘোষণা আসবে, না হয় আমরা একসঙ্গে মারা যাব।
দাবি আদায়ের আন্দোলনের বিষয়ে ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাইনুর রহমান মাইন বলেন, আমরা দ্বিতীয় বর্ষের আট মাস ক্লাস করে জানতে পারি আমরা প্রথম বর্ষে অকৃতকার্য হয়েছি। আমাদের হাতে আর সাত দিন সময় আছে। এর মধ্যে প্রথম বর্ষের পূর্ণ প্রস্তুতি নিয়ে আবার প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ নিয়ে আমাদের কলেজ কর্তৃপক্ষের কিছুই করার নেই। তারা আমাদের পাঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর বিশ্ববিদ্যালয়ের আসলে শিকার হতে হয় চূড়ান্ত হয়রানির। সাত কলেজকে ঢাবির অধিভুক্ত করা হয়েছে সাত কলেজ যেন ঢাবির কারিকুলামে পরিচালিত হয় এজন্য। অথচ তাদের কারিকুলামের সাথে আমাদের কারিকুলামের কোনো সামঞ্জস্যতা নেই। আবার আমাদের ক্লাস নেয় এক শিক্ষক, প্রশ্ন করে আরেকজন, খাতা দেখে আরেকজন। এই সমস্যার সমাধান আমরা চাই।
রুবিনা ইয়াসমিন নামের আরেক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি তাদের নিয়মে সাত কলেজ চালাতে চায় তবে সব নিয়ম ও সুযোগ-সুবিধা সমানভাবে এখানে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা হয়। আমরা এখনো বছর ভিত্তিক পড়াশোনা করছি। কিছু নিয়ম মানবে কিছু নিয়ম মানবে না তা হতে পারে না। আজ আমাদের চূড়ান্ত আন্দোলন। প্রমোশনের ঘোষণা দিতে হবে না হলে আমরা আত্মহত্যা করব।
রাজধানীর নীলক্ষেত মোড়ে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকে সাতজন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। দুপুর ২টার দিকে তাদের ঢামেক হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ভর্তি নেওয়া হয়েছে মেডিসিন ওয়ার্ডে।
অসুস্থরা হলেন মো. শাহরিয়ার আলম (২৪), মো. তকিবুর রহমান বাপ্পি (২৪), মোছা. সোনিয়া আক্তার (২৩), মো. মাহবুব প্লাবন (২৪), মো. রাজিব (২২), মো. সাদেক বাপ্পি (২৪) ও ইয়াসিন আলী সাগর (২৪)।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া তিনি জানান, নীলক্ষেত মোড় এলাকা থেকে অসুস্থ হয়ে সাতজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তাদের চিকিৎসা দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ সকাল থেকে ‘এক দফা এক দাবিতে’ নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছে সাত কলেজের শিক্ষার্থীরা।