স্পোর্টস ডেস্ক :
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন আলোচনায় এসেছিলেন লঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে গিয়ে যৌন কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন এই ওপেনার। দীর্ঘ দিন ধরে লড়ছিলেন নিজেকে নির্দোষ প্রমাণে। অবশেষে গেল ২৮ সেপ্টেম্বর সকল অভিযোগ খারিজ করে তাকে অব্যাহতি দেয় সিডনির আদালত। কিন্তু তখন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাননি তিনি।
মঙ্গলবার (১৭ অক্টোবর) এ বিষয়টি নিশ্চিত করেছে এসএলসি।
এসএলসি জানিয়েছে, দেশটির স্বাধীন কমিটি গুনাথিলাকার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য সুপারিশ করে। তাই এসএলসি নির্বাহী কমিটি ১৩ অক্টোবর অনুষ্ঠিত সভায় তাদের এই সুপারিশটি অনুমোদন করে।
তবে অস্ট্রেলিয়ার আদালতের অব্যাহতি শেষে সপ্তাহ খানেক পেরিয়ে যাওয়ার পর মন গলেছে এসএলসির। এতোদিন অস্ট্রেলিয়ার আদালত তাকে মুক্তি দিলেও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ বহাল ছিল। অবশেষে তদন্ত কমিটির প্রতিবেদনে মুক্তি পাচ্ছেন এই ব্যাটার। ফলে শ্রীলঙ্কার হয়ে খেলতে আর বাধা রইলো না গুনাথিলাকার।
এছাড়াও এসএলসি, গুনাথিলাকাকে তার ভবিষ্যতের সমস্ত কর্মকাণ্ডে জাতির প্রতিনিধি হিসেবে সর্বদা তার মর্যাদা বজায় রাখার জন্য সতর্ক করেছে।
উল্লেখ্য, গুনাথিলাকাকে ২৮ সেপ্টেম্বর সিডনির ডাউনিং সেন্টার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক সারাহ হুগেট বেকসুর খালাস দেন। বিচারক তার দেয়া রায়ে বলেন, অভিযুক্তের মিলনের সময় যৌননিরাপত্তা অপসারণের কোনো সুযোগ ছিল না। কারণ মিলন চলমান ছিল। আমি খুঁজে পেয়েছি, যে অভিযোগ সংক্রান্ত প্রমাণগুলো অভিযোগকারীকে সমর্থন করে না। বরং এটি তার প্রমাণের নির্ভরযোগ্যতাকে ক্ষুণ্ণ করে।
নাথিলাকা সর্বশেষ ২০২২ সালের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে শ্রীলঙ্কার হয়ে খেলেছিলেন। পরে তাকে ৫ নভেম্বর সিডনির টিম হোটেল থেকে গ্রেফতার করে নিউ সাউথ ওয়েলস পুলিশ। এরপরই এসএলসি সব ধরনের ক্রিকেট থেকে ৩২ বছর বয়সীকে নিষেধাজ্ঞা দেয়।
এসএলসি তাদের বিজ্ঞপ্তিতে জানায়, শ্রীলঙ্কা ক্রিকেটের কার্যনির্বাহী কমিটি সব ধরনের ক্রিকেট থেকে অনতিবিলম্বে দানুশকা গুনাথিলাকাকে নিষিদ্ধ করছে। এছাড়া অস্ট্রেলিয়ায় যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত ও গ্রেপ্তার হওয়া গুনাথিলাকাকে নির্বাচকরা আর বিবেচনা করবে না।
এসএলসি আরও জানায়, এই ঘটনায় শ্রীলঙ্কা ক্রিকেট স্বপ্রণোদিত হয়ে তদন্ত করবে। অস্ট্রেলিয়ায় এই ইস্যুতে আইনি কাজ শেষে সে দোষী প্রমাণিত হলে শাস্তিও দেবে এসএলসি।
পরে ১১ দিন জেলে থাকার পর গত বছরের ১৭ নভেম্বর ম্যাজিস্ট্রেট জ্যানেট ওয়ালকিস্ট শর্ত সাপেক্ষে জামিন দেন গুনাথিলাকাকে।
২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা গুনাথিলাকা এখন পর্যন্ত শ্রীলংকার হয়ে ৮ টেস্ট, ৪৭ ওয়ানডে এবং ৪৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।