স্পোর্টস ডেস্ক :
আলবেনিয়া-ক্রোয়েশিয়া ম্যাচ তখন ২-২ ব্যবধানে থেমেছে। হারতে হারতে ড্র করে ফেলা খেলাটি নিয়ে তখন গ্যালারিতে উচ্ছ্বাস। দর্শকদের এক অংশ থেকে তখন ভেসে আসে নর্দ মেসিডোনিয়া ও সার্বিয়ার বিপক্ষে জাতিগত বিদ্বেষী স্লোগান। গ্যালারির ঠিক সেদিকটায় এগিয়ে মিরলিন্দ ডাকুও জাতীয়তাবাদী স্লোগানে যোগ দেন। মেগাফোনে বলেন, ‘ফা মেসিডোনিয়া এবং ফা সার্বিয়া।’ ওই বিদ্বেষী ঘটনার শাস্তিও পেয়েছেন আলবেনিয়ার ২৬ বছরের স্ট্রাইকার ডাকু।
গত বুধবার ১৯ জুনের ঘটনা এটি। আলবেনিয়ান সমর্থকদের সাথে উগ্র জাতীয়তাবাদী স্লোগানে নেতৃত্ব দেয়ায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ডাকু। রবিবার উয়েফা এই নিষেধাজ্ঞা দেয়। যে কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে খেলা হচ্ছে না ডাকুর। আলবেনিয়া শেষ ষোলোতে পৌছালে সেখানেও থাকতে পারবেন না এই স্ট্রাইকার। একই সঙ্গে আলবেনিয়া ফুটবল ফেডারেশনকে ৫০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।
সার্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি জোভান সুবাটোভিচ ঘটনায় আলবেনিয়া ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্যবস্থা না নিলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বর্জনের হুমকি দিয়েছেন। আলবেনিয়ার সঙ্গে সার্বিয়া ও মেসিডোনিয়ার রাজনৈতিক সম্পর্ক বর্তমানে অবনতি আছে।
উয়েফার শৃঙ্খলা বিষয়ক কমিটি ডাকুর কর্মকাণ্ড সম্পর্কে জানিয়েছে, ‘আচরণের সাধারণ নীতিগুলো মেনে চলতে ব্যর্থ হয়েছেন, শালীন আচরণের মৌলিক নিয়ম লঙ্ঘন করেছেন, ক্রীড়া আসরে একটি অ-ক্রীড়া প্রকৃতির আচরণ প্রকাশ করে ফুটবল খেলাকে অসম্মানিত করেছেন।’