Dhaka শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিষিদ্ধ ট্রলিং বোট-জালসহ ১৮ জেলে আটক

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১১:০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২১৬ জন দেখেছেন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

চট্টগ্রামে গভীর সাগরে অবৈধ ‘আর্টিসানাল’ ট্রলিং বোট ও জাল দিয়ে মাছ ধরার সময় ১৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চলা অভিযানে প্রথমে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। এরপর সেখানে তল্লাশি করে ৪টি ট্রলিং জালসহ ১৮ জন জেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, কাঠের তৈরি ছোট বোটকে অবৈধভাবে ইঞ্জিন লাগিয়ে ‘ট্রলিং বোটে’ রূপান্তর করে এর সঙ্গে যুক্ত করা হয় ছোট ফাঁসের ‘বেহুন্দি জাল’। আধা ইঞ্চি ফাঁসের এসব জালে সহজেই ধরা পড়ে গভীর ও অগভীর সাগরের রেণু, ডিমওয়ালা মা মাছ এবং মাছের প্রাকৃতিক খাদ্য বিভিন্ন জলজ প্রাণী। এভাবে শিকার অব্যাহত রাখার কারণে বঙ্গোপসাগরে মাছের প্রজনন কমে যাবার পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর ফলে ট্রলিং বোট ও জাল দিয়ে সাগরে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা

নিষিদ্ধ ট্রলিং বোট-জালসহ ১৮ জেলে আটক

প্রকাশের সময় : ১১:০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

চট্টগ্রামে গভীর সাগরে অবৈধ ‘আর্টিসানাল’ ট্রলিং বোট ও জাল দিয়ে মাছ ধরার সময় ১৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চলা অভিযানে প্রথমে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। এরপর সেখানে তল্লাশি করে ৪টি ট্রলিং জালসহ ১৮ জন জেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, কাঠের তৈরি ছোট বোটকে অবৈধভাবে ইঞ্জিন লাগিয়ে ‘ট্রলিং বোটে’ রূপান্তর করে এর সঙ্গে যুক্ত করা হয় ছোট ফাঁসের ‘বেহুন্দি জাল’। আধা ইঞ্চি ফাঁসের এসব জালে সহজেই ধরা পড়ে গভীর ও অগভীর সাগরের রেণু, ডিমওয়ালা মা মাছ এবং মাছের প্রাকৃতিক খাদ্য বিভিন্ন জলজ প্রাণী। এভাবে শিকার অব্যাহত রাখার কারণে বঙ্গোপসাগরে মাছের প্রজনন কমে যাবার পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর ফলে ট্রলিং বোট ও জাল দিয়ে সাগরে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।