Dhaka শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিলামে আরও ৫ কোটি ৫০ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক :

দেশের বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে পাঁচ বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৫ কোটি ৫০ লাখ (৫৫ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) একাধিক নিলাম পদ্ধতিতে কেনা এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। এছাড়া ডলার কেনার ক্ষেত্রে কাট-অফ হারও ১২২ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে ডলার কেনা বিষয়ে জানানো হয়েছে।

তথ্যানুযায়ী, চলতি জানুয়ারি মাসে এ পর্যন্ত কয়েক দফায় ডলার কেনা হয়েছে। এর আগে গত ২০ জানুয়ারি দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৪ কোটি ৫০ লাখ ডলার, ১২ জানুয়ারি ১০টি ব্যাংক থেকে ৮ কোটি ১০ লাখ ডলার ও ৬ জানুয়ারি ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কেনা হয়েছিল। এসব ক্ষেত্রেও ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। আজকের ক্রয়সহ শুধু জানুয়ারি মাসেই মোট ৭৯ কোটি ৮০ লাখ (৭৯৮ মিলিয়ন) মার্কিন ডলার বাজার থেকে সংগ্রহ করল কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের আগস্টের পর থেকে বাজারে ডলার বিক্রির পরিবর্তে ডলার কেনার দিকেই মনোযোগ দিয়েছে তারা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সৌদি থেকে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন প্রবাসীরা

নিলামে আরও ৫ কোটি ৫০ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশের সময় : ০১:০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

দেশের বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে পাঁচ বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৫ কোটি ৫০ লাখ (৫৫ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) একাধিক নিলাম পদ্ধতিতে কেনা এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। এছাড়া ডলার কেনার ক্ষেত্রে কাট-অফ হারও ১২২ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে ডলার কেনা বিষয়ে জানানো হয়েছে।

তথ্যানুযায়ী, চলতি জানুয়ারি মাসে এ পর্যন্ত কয়েক দফায় ডলার কেনা হয়েছে। এর আগে গত ২০ জানুয়ারি দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৪ কোটি ৫০ লাখ ডলার, ১২ জানুয়ারি ১০টি ব্যাংক থেকে ৮ কোটি ১০ লাখ ডলার ও ৬ জানুয়ারি ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কেনা হয়েছিল। এসব ক্ষেত্রেও ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। আজকের ক্রয়সহ শুধু জানুয়ারি মাসেই মোট ৭৯ কোটি ৮০ লাখ (৭৯৮ মিলিয়ন) মার্কিন ডলার বাজার থেকে সংগ্রহ করল কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের আগস্টের পর থেকে বাজারে ডলার বিক্রির পরিবর্তে ডলার কেনার দিকেই মনোযোগ দিয়েছে তারা।