নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে স্বাধীনতার বিপক্ষের শক্তি। নির্বাচনী কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পলাতক প্রেতাত্মা ও তাদের দোসররা সুযোগ নেবে। তাই যে কোনো কর্মসূচি নিয়ে সতর্ক থাকতে হবে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-জেটেব আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, নির্বাচন বানচালের বহু ষড়যন্ত্র চলছে। আসল প্রেতাত্মারা পলাতক হলেও তাদের দোসররা বাংলাদেশে আছে। বিগত সরকারের প্রেতাত্মারা প্রতিটি সেক্টরে কাজ করছে। এই ষড়যন্ত্র প্রতিহত করার একমাত্র পথ আগামী নির্বাচনে বিএনপি’র ৩১ দফা সফল করে সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা।
নিজস্ব প্রতিবেদক 





















