Dhaka বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে জামায়াতের লাভ হবে না, লাভ হবে আওয়ামী লীগের : জয়নুল আবদিন ফারুক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:২২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৩ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন নিয়ে জামায়াতের ষড়যন্ত্র একার না, এটার সাথে শেখ হাসিনাও জড়িত। এই ষড়যন্ত্র করে জামায়াতে ইসলামীর কোনো লাভ হবে না, লাভবান হবে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধান নিয়ে কোনো কথা মানা যাবে না। সংবিধানসম্মতভাবে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে। এ সব ষড়যন্ত্রে আপনাদের কোনো লাভ হবে না। লাভ হবে দিল্লির। পিআরের ধূঁয়ো তুলে যারা নির্বাচন ভন্ডুল করতে চায়, তাদের সেই অপখেলা জনগণ রুখে দেবে।

জয়নুল আবদিন ফারুক বলেন, যারা পিআরের (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) কথা বলছেন, যারা নির্বাচন হতে দেবেন না বলছেন, এটা করা সম্ভব নয়। এদেশের জনগণ ড. ইউনূসকে সমর্থন দিয়ে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে।

তিনি বলেন, এবার দিনের ভোট রাতে হবে না। ১৪, ১৮ এবং ২৪ এর মতো ভোট হবে না। এবার ভোটে জনগণের যে খেলা, সেই খেলায় জয়লাভ করবে নির্বাচন কমিশন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করার পর থেকেই আমরা নানা গুঞ্জন শুনছি। আমরা শুনছি নুরের (নুরুল হক নুর) ওপর নির্যাতনের খবর, পিআরের পরিকল্পনা এবং নির্বাচনী ষড়যন্ত্রের নানা ইঙ্গিত। আজ যদি আবারও শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন ড. ইউনূস দিতে চান, তাহলে সেটা হবে দিল্লিতে বসে থাকা শেখ হাসিনার ষড়যন্ত্রেরই অংশ।
কোনো ধরনের ষড়যন্ত্র করে লাভ হবে না উল্লেখ করে ফারুক বলেন, দেশের ১৮ কোটি মানুষ জুলাই আগস্টের বিপ্লবের পর তারেক রহমানের অকুণ্ঠ সমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা পথ সুগম হচ্ছে। সেই পথকে বাধা দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এই ষড়যন্ত্রে দিল্লি এবং শেখ হাসিনার লাভ হবে। দয়া করে এই পথ থেকে সরে আসুন।

রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে। কিন্তু, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে সবাইকে এক থাকতে হবে। বাংলাদেশের সংবিধান নিয়ে আর কোনো কথা মানা যাবে না। আর নির্বাচন সংবিধান মেনে এই ইন্টেরিম গভমেন্টের অধীনে হবে।
গণতন্ত্র ফোরামের সভাপতি ও কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে সভায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হকসনহ অন্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

২০০ মিটার কাঁচা রাস্তায় পাঁচ প্রতিষ্ঠানে চলাচলে দুর্ভোগ

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে জামায়াতের লাভ হবে না, লাভ হবে আওয়ামী লীগের : জয়নুল আবদিন ফারুক

প্রকাশের সময় : ০৩:২২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন নিয়ে জামায়াতের ষড়যন্ত্র একার না, এটার সাথে শেখ হাসিনাও জড়িত। এই ষড়যন্ত্র করে জামায়াতে ইসলামীর কোনো লাভ হবে না, লাভবান হবে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধান নিয়ে কোনো কথা মানা যাবে না। সংবিধানসম্মতভাবে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে। এ সব ষড়যন্ত্রে আপনাদের কোনো লাভ হবে না। লাভ হবে দিল্লির। পিআরের ধূঁয়ো তুলে যারা নির্বাচন ভন্ডুল করতে চায়, তাদের সেই অপখেলা জনগণ রুখে দেবে।

জয়নুল আবদিন ফারুক বলেন, যারা পিআরের (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) কথা বলছেন, যারা নির্বাচন হতে দেবেন না বলছেন, এটা করা সম্ভব নয়। এদেশের জনগণ ড. ইউনূসকে সমর্থন দিয়ে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে।

তিনি বলেন, এবার দিনের ভোট রাতে হবে না। ১৪, ১৮ এবং ২৪ এর মতো ভোট হবে না। এবার ভোটে জনগণের যে খেলা, সেই খেলায় জয়লাভ করবে নির্বাচন কমিশন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করার পর থেকেই আমরা নানা গুঞ্জন শুনছি। আমরা শুনছি নুরের (নুরুল হক নুর) ওপর নির্যাতনের খবর, পিআরের পরিকল্পনা এবং নির্বাচনী ষড়যন্ত্রের নানা ইঙ্গিত। আজ যদি আবারও শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন ড. ইউনূস দিতে চান, তাহলে সেটা হবে দিল্লিতে বসে থাকা শেখ হাসিনার ষড়যন্ত্রেরই অংশ।
কোনো ধরনের ষড়যন্ত্র করে লাভ হবে না উল্লেখ করে ফারুক বলেন, দেশের ১৮ কোটি মানুষ জুলাই আগস্টের বিপ্লবের পর তারেক রহমানের অকুণ্ঠ সমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা পথ সুগম হচ্ছে। সেই পথকে বাধা দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এই ষড়যন্ত্রে দিল্লি এবং শেখ হাসিনার লাভ হবে। দয়া করে এই পথ থেকে সরে আসুন।

রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে। কিন্তু, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে সবাইকে এক থাকতে হবে। বাংলাদেশের সংবিধান নিয়ে আর কোনো কথা মানা যাবে না। আর নির্বাচন সংবিধান মেনে এই ইন্টেরিম গভমেন্টের অধীনে হবে।
গণতন্ত্র ফোরামের সভাপতি ও কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে সভায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হকসনহ অন্যরা উপস্থিত ছিলেন।