Dhaka বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে অবাধ-সুষ্ঠু ছাড়া যুক্তরাষ্ট্র আর নতুন কিছু বলেনি : সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, নির্বাচন নিয়ে অবাধ-সুষ্ঠু ছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আর নতুন কিছু বলেননি। তারা শুধু এটিই চান, আমরাও সেটিই চাই।

সালমান এফ রহমান বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। প্রতিনিধিদলে ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ওই নৈশভোজের পর সাংবাদিকদের এ কথা বলেন সালমান এফ রহমান।

তিনি বলেন, নির্বাচনের বিষয়ে উনারা বারবার একটা কথা বলেছে- আমরা কোনো দলের পক্ষ নই। আমরা কিন্তু সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন চাই। বুধবার (১২ জুলাই) আওয়ামী লীগ ও বিএনপির দুইটি দলের যে সমাবেশ হয়েছে, ওটা কোনো অসুবিধা হয় নাই, উনারা অ্যাপ্রিসিয়েট করেছে। সভা দুটিতে পুলিশের ভূমিকাকে উনারা অভিনন্দন জানিয়েছেন। গতকালের বিষয়টা তারা মডেল হিসেবে নিয়েছেন। পুলিশ খুব ভালো কাজ করেছে এবং ভবিষ্যতেও যেন কাজটা এমন করে তারা।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা হয়েছে কি না? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা হয়নি। বিষয়টি উনারাও তোলেননি, আমরাও তুলিনি।

প্রতিনিধি দলের সঙ্গে কী আলোচনা হয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কীভাবে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা যায় সে বিষয়ে কথা হয়েছে। ব্যবসা-বাণিজ্য বিষয়ে কথা বলেছে- ব্যবসা কীভাবে বাড়ানো যায়।

নির্বাচনকালীন সরকার নিয়ে মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বাধীন প্রতিনিধিদল কিছু বলেনি বলেও জানান প্রধানমন্ত্রী এই উপদেষ্টা।

মার্কিন ভিসানীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, ভিসানীতির ব্যাপারে উনারা বলেছেন বারবার একই কথা, যে আমরা ভিসানীতি করেছি এটা কোনো দলকে, বিশেষ কোনো ব্যক্তিকে লক্ষ্য করে করি নাই। আমরা এটা মনে করে করেছি যে, এই ভিসানীতির কারণে আপনাদের (বাংলাদেশের) নির্বাচনটা আরও ভালো হবে। এই কথাটা তারা পাবলিকলি বলেছে, আপনারা শুনেছেন।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, উনি (আজরা জেয়া) তো আজকেই কথাটা বলেছেন যে প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) তো বলেছেন উনারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে অঙ্গীকারাবদ্ধ। সেটাকে সহায়তা করতেই আমাদের এই ভিসানীতি।

নির্বাচনকালে সরকার ব্যবস্থা কেমন হবে, সেটা নিয়ে কী কথা হয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, উনারা বলেন নাই। উনারা শুধু নির্বাচন নিয়ে তাদের একটাই কথা, বারবার একটাই কথা তারা বলেন- সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। এই হলো তাদের কথা। এর বাইরে তারা কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথা বলেন নাই।

আপনাদের পক্ষ থেকে কী বলা হয়েছে? সাংবাদিকদের এমন পাল্টা প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শিওর করেছি, ফ্রি ফেয়ার ইলেকশন চায়।

র‌্যাবের ওপর দেওয়া নিষেধাজ্ঞার ব্যাপারে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। সে কারণেই র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা ও ভিসা নীতি আরোপ করা হয়েছে। র‌্যাবের নিষেধাজ্ঞা তো একটি চলমান প্রক্রিয়া, অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা জানেন, ওদের সিস্টেম আছে, ওদের আইন অনুযায়ী আবেদন করতে হয়। তারপর তাদের সিস্টেমে স্টাডি হয়। আমরা অলরেডি আইনজীবী নিয়োগ দিয়েছি। আমরা উত্তর দিয়েছি। সেটার একটা প্রক্রিয়া আছে। নিষেধাজ্ঞা তুলে দেওয়ার যে প্রক্রিয়া আছে, সেটা আমরা শুরু করে দিয়েছি।

জিএসপি নিয়ে কোনো কিছু বলেছে কি না? এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বলেন, জিএসপি নিয়ে কোনো কথা বলেনি।

নির্বাচনের আগে ওনারা আবার আসবেন কি না? এমন প্রশ্নের উত্তরে সালমান এফ রহমান বলেন, এটা বলতে পারবো না। এ বিষয়ে কথা হয়নি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

গত ১১ জুলাই থেকে চারদিনের সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। বৃহস্পতিবার রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন। তার সফরসঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিটেন্ট অ্যাডমিনিস্ট্রের অঞ্জলী কৌর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

নির্বাচন নিয়ে অবাধ-সুষ্ঠু ছাড়া যুক্তরাষ্ট্র আর নতুন কিছু বলেনি : সালমান এফ রহমান

প্রকাশের সময় : ১২:২৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, নির্বাচন নিয়ে অবাধ-সুষ্ঠু ছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আর নতুন কিছু বলেননি। তারা শুধু এটিই চান, আমরাও সেটিই চাই।

সালমান এফ রহমান বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। প্রতিনিধিদলে ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ওই নৈশভোজের পর সাংবাদিকদের এ কথা বলেন সালমান এফ রহমান।

তিনি বলেন, নির্বাচনের বিষয়ে উনারা বারবার একটা কথা বলেছে- আমরা কোনো দলের পক্ষ নই। আমরা কিন্তু সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন চাই। বুধবার (১২ জুলাই) আওয়ামী লীগ ও বিএনপির দুইটি দলের যে সমাবেশ হয়েছে, ওটা কোনো অসুবিধা হয় নাই, উনারা অ্যাপ্রিসিয়েট করেছে। সভা দুটিতে পুলিশের ভূমিকাকে উনারা অভিনন্দন জানিয়েছেন। গতকালের বিষয়টা তারা মডেল হিসেবে নিয়েছেন। পুলিশ খুব ভালো কাজ করেছে এবং ভবিষ্যতেও যেন কাজটা এমন করে তারা।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা হয়েছে কি না? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা হয়নি। বিষয়টি উনারাও তোলেননি, আমরাও তুলিনি।

প্রতিনিধি দলের সঙ্গে কী আলোচনা হয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কীভাবে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা যায় সে বিষয়ে কথা হয়েছে। ব্যবসা-বাণিজ্য বিষয়ে কথা বলেছে- ব্যবসা কীভাবে বাড়ানো যায়।

নির্বাচনকালীন সরকার নিয়ে মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বাধীন প্রতিনিধিদল কিছু বলেনি বলেও জানান প্রধানমন্ত্রী এই উপদেষ্টা।

মার্কিন ভিসানীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, ভিসানীতির ব্যাপারে উনারা বলেছেন বারবার একই কথা, যে আমরা ভিসানীতি করেছি এটা কোনো দলকে, বিশেষ কোনো ব্যক্তিকে লক্ষ্য করে করি নাই। আমরা এটা মনে করে করেছি যে, এই ভিসানীতির কারণে আপনাদের (বাংলাদেশের) নির্বাচনটা আরও ভালো হবে। এই কথাটা তারা পাবলিকলি বলেছে, আপনারা শুনেছেন।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, উনি (আজরা জেয়া) তো আজকেই কথাটা বলেছেন যে প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) তো বলেছেন উনারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে অঙ্গীকারাবদ্ধ। সেটাকে সহায়তা করতেই আমাদের এই ভিসানীতি।

নির্বাচনকালে সরকার ব্যবস্থা কেমন হবে, সেটা নিয়ে কী কথা হয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, উনারা বলেন নাই। উনারা শুধু নির্বাচন নিয়ে তাদের একটাই কথা, বারবার একটাই কথা তারা বলেন- সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। এই হলো তাদের কথা। এর বাইরে তারা কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথা বলেন নাই।

আপনাদের পক্ষ থেকে কী বলা হয়েছে? সাংবাদিকদের এমন পাল্টা প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শিওর করেছি, ফ্রি ফেয়ার ইলেকশন চায়।

র‌্যাবের ওপর দেওয়া নিষেধাজ্ঞার ব্যাপারে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। সে কারণেই র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা ও ভিসা নীতি আরোপ করা হয়েছে। র‌্যাবের নিষেধাজ্ঞা তো একটি চলমান প্রক্রিয়া, অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা জানেন, ওদের সিস্টেম আছে, ওদের আইন অনুযায়ী আবেদন করতে হয়। তারপর তাদের সিস্টেমে স্টাডি হয়। আমরা অলরেডি আইনজীবী নিয়োগ দিয়েছি। আমরা উত্তর দিয়েছি। সেটার একটা প্রক্রিয়া আছে। নিষেধাজ্ঞা তুলে দেওয়ার যে প্রক্রিয়া আছে, সেটা আমরা শুরু করে দিয়েছি।

জিএসপি নিয়ে কোনো কিছু বলেছে কি না? এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বলেন, জিএসপি নিয়ে কোনো কথা বলেনি।

নির্বাচনের আগে ওনারা আবার আসবেন কি না? এমন প্রশ্নের উত্তরে সালমান এফ রহমান বলেন, এটা বলতে পারবো না। এ বিষয়ে কথা হয়নি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

গত ১১ জুলাই থেকে চারদিনের সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। বৃহস্পতিবার রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন। তার সফরসঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিটেন্ট অ্যাডমিনিস্ট্রের অঞ্জলী কৌর।