Dhaka রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনের সামনে ককটেল বিস্ফোরণ, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকায় নির্বাচন কমিশনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় শুভ (১৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান।

তিনি বলেন, রাত সাড়ে ১১ টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন এসে নির্বাচন কমিশনের দিকে একটি ককটেল ছুড়ে মারে এবং এতে ককটেলটি বিস্ফোরিত হয়। পালিয়ে যাওয়ার সময় আমাদের টহল টিম ধাওয়া করে হাতেনাতে শুভ নামে এক যুবককে আটক করে। আটককৃত যুবকের কাছ থেকে আমরা বেশ কয়েকজনের নাম জানতে পেরেছি।

নির্বাচন ঘনিয়ে আসছে এর আগে এই ধরনের একটি ঘটনা এতে কি জনমনের আতঙ্কের সৃষ্টি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে কতিপয় দুষ্কৃতিকারী বোমা সাদৃশ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। আমরা ওই যুবকের কাছ থেকে নামগুলো পেয়েছি তাদেরকে ধরার জন্য আমরা অভিযান চালাচ্ছি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা বিষয়টি কঠোরভাবে দেখছি। এটি নিয়ে আমাদের পুলিশের বিভিন্ন ইউনিট দুষ্কৃতিকারীদের আইনে আওতায় আনার জন্য কাজ করছে বলে জানান তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আন্দোলনের নামে সংঘর্ষের রাজনীতি করলে আবার শেখ হাসিনার আমলে ফেরত যেতে হবে : আমীর খসরু

নির্বাচন কমিশনের সামনে ককটেল বিস্ফোরণ, যুবক আটক

প্রকাশের সময় : ০১:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকায় নির্বাচন কমিশনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় শুভ (১৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান।

তিনি বলেন, রাত সাড়ে ১১ টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন এসে নির্বাচন কমিশনের দিকে একটি ককটেল ছুড়ে মারে এবং এতে ককটেলটি বিস্ফোরিত হয়। পালিয়ে যাওয়ার সময় আমাদের টহল টিম ধাওয়া করে হাতেনাতে শুভ নামে এক যুবককে আটক করে। আটককৃত যুবকের কাছ থেকে আমরা বেশ কয়েকজনের নাম জানতে পেরেছি।

নির্বাচন ঘনিয়ে আসছে এর আগে এই ধরনের একটি ঘটনা এতে কি জনমনের আতঙ্কের সৃষ্টি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে কতিপয় দুষ্কৃতিকারী বোমা সাদৃশ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। আমরা ওই যুবকের কাছ থেকে নামগুলো পেয়েছি তাদেরকে ধরার জন্য আমরা অভিযান চালাচ্ছি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা বিষয়টি কঠোরভাবে দেখছি। এটি নিয়ে আমাদের পুলিশের বিভিন্ন ইউনিট দুষ্কৃতিকারীদের আইনে আওতায় আনার জন্য কাজ করছে বলে জানান তিনি।