Dhaka বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে প্রশাসনে রদবদল চলবে : ইসি সচিব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৮০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে প্রশাসনে রদবদল চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

ইসি সচিব বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে প্রশাসনে রদবদল চলবে। পরিপত্র রেডি করা আছে। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যা প্রাসঙ্গিক হবে, তার সব নিশ্চিত করব। যেখানে যার যতটুকু প্রয়োজন, ইসির অনুমতি-সম্মতি বা পরামর্শ সাপেক্ষে সেটি করা হবে।

দেশে পোস্টাল ব্যালটে ভোটের বিষয়ে তিনি বলেন, ‘যারা সরকারি চাকরিজীবী, নির্বাচনে দায়িত্বে থাকবেন এবং আইনি হেফাজতে থাকবেন, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এদের নিবন্ধনের জন্য তৈরি অ্যাপ গুগল যারা ব্যবহার করেন প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। আর অ্যাপলে পরে করা যাবে। তফসিল ঘোষণার পর থেকে নিবন্ধন করা যাবে। পোলিং অফিসারদের নিবন্ধন ১৬-১৭ ডিসেম্বর থেকে শুরু হবে। আইনি হেফাজতে যারা রয়েছেন তারা নিবন্ধন করতে পারবেন ২১-২৫ ডিসেম্বরের মধ্যে।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘সীমানা নিয়ে মামলা করা যায় না। এটা নির্ভর করে যিনি নিবন্ধন করছেন তার ওপর। আদালতের অধিক্ষেত্র সম্পর্কে বলার এখতিয়ার আমার নেই। আদালত যদি কগনিজেন্স নিয়ে থাকেন, সেটা নিশ্চয়ই আদালতেই বলা হয়েছে। তারপরও যদি আদালত সেটা বিবেচনায় না নেন, সেক্ষেত্রে আমাদের কিছু বলার থাকে না।’

ফরিদপুর-৪ আসনের সীমানা নিয়ে হাইকোর্টের আজকের রায় ইসির ক্ষমতাকে খর্ব করছে কি না এমন প্রশ্নের জবাবে সচিব সাংবাদিকদের বলেন, ‘আপনি যদি বলেন, তাহলে এক অর্থে এটা প্রশ্নবিদ্ধ অবস্থানে আছে। খর্ব আর প্রশ্নবিদ্ধ— এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। খর্ব মানে বাতিল, আর প্রশ্নবিদ্ধ মানে হচ্ছে চ্যালেঞ্জযোগ্য।’

আদালতের রায়ের পরও ৩০০ আসনে তফসিল দেওয়া হবে কি? এমন প্রশ্নের জবাবে তিনি, ৩০০ আসনে তফসিল দেওয়া হবে। আমি তো আপনাকে বললাম যে গাজীপুর এবং বাগেরহাট নিয়ে আদালতে যে কথাটা বিষয়টা আসছে সেটা নিয়ে আমরা কাজ করছি। আদালতের আদেশ অনুযায়ী সংশোধনীটা নেওয়া হচ্ছে।

লেবেল প্লেয়িং নিশ্চিত করা হবে জানিয়ে ইসি সচিব বলেন, আমাদের তফসিল ঘোষণার সাথে সাথে কতগুলো পরিপত্র দেওয়া হয় এবং সে পরিপত্রগুলো রেডি করা আছে। লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সবটুকুই নিশ্চয়ই নিশ্চিত করবো যাতে কেউ অন্ততপক্ষে না বলতে কোনো অভিযোগ না করতে পারেন। এখন কথাটা হচ্ছে যে এটা তো আমরা আমাদের দিক থেকে করবো কিন্তু এর সঙ্গে জড়িত রাজনৈতিক দলের সদিচ্ছার ব্যাপার থাকতে হবে। আমি বিশ্বাস করি আমি আস্থা রাখি এবং আমি এটা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে সবাই সহযোগিতা করবেন। এখন আমার আশাবাদ নিশ্চয়ই বাস্তবায়িত হবে এইটুকুই আমি বলতে পারি। কেউ যদি না মানেন তাহলে তার জন্য আইনগতভাবে যে ব্যবস্থাটা আছে সেটা নেওয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, প্রবাসে ভোটার আনুমানিক ১ কোটি থেকে ১ কোটি ৫ লাখের কাছাকাছি। পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য ইতোমধ্যে ৩ লাখ ১০ হাজার ৪১৪ জন নিবন্ধন করেছেন। এখন গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এ ক্ষেত্রে ভোটের দায়িত্বে যারা থাকবেন, তারা তফসিল ঘোষণার পর ১৬ বা ১৭ ডিসেম্বর থেকে নিবন্ধন করতে পারবেন। আর কয়েদিরা ২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত করতে পারবেন। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েনের পর নিবন্ধন করতে পারবেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে প্রশাসনে রদবদল চলবে : ইসি সচিব

প্রকাশের সময় : ০৬:০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে প্রশাসনে রদবদল চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

ইসি সচিব বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে প্রশাসনে রদবদল চলবে। পরিপত্র রেডি করা আছে। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যা প্রাসঙ্গিক হবে, তার সব নিশ্চিত করব। যেখানে যার যতটুকু প্রয়োজন, ইসির অনুমতি-সম্মতি বা পরামর্শ সাপেক্ষে সেটি করা হবে।

দেশে পোস্টাল ব্যালটে ভোটের বিষয়ে তিনি বলেন, ‘যারা সরকারি চাকরিজীবী, নির্বাচনে দায়িত্বে থাকবেন এবং আইনি হেফাজতে থাকবেন, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এদের নিবন্ধনের জন্য তৈরি অ্যাপ গুগল যারা ব্যবহার করেন প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। আর অ্যাপলে পরে করা যাবে। তফসিল ঘোষণার পর থেকে নিবন্ধন করা যাবে। পোলিং অফিসারদের নিবন্ধন ১৬-১৭ ডিসেম্বর থেকে শুরু হবে। আইনি হেফাজতে যারা রয়েছেন তারা নিবন্ধন করতে পারবেন ২১-২৫ ডিসেম্বরের মধ্যে।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘সীমানা নিয়ে মামলা করা যায় না। এটা নির্ভর করে যিনি নিবন্ধন করছেন তার ওপর। আদালতের অধিক্ষেত্র সম্পর্কে বলার এখতিয়ার আমার নেই। আদালত যদি কগনিজেন্স নিয়ে থাকেন, সেটা নিশ্চয়ই আদালতেই বলা হয়েছে। তারপরও যদি আদালত সেটা বিবেচনায় না নেন, সেক্ষেত্রে আমাদের কিছু বলার থাকে না।’

ফরিদপুর-৪ আসনের সীমানা নিয়ে হাইকোর্টের আজকের রায় ইসির ক্ষমতাকে খর্ব করছে কি না এমন প্রশ্নের জবাবে সচিব সাংবাদিকদের বলেন, ‘আপনি যদি বলেন, তাহলে এক অর্থে এটা প্রশ্নবিদ্ধ অবস্থানে আছে। খর্ব আর প্রশ্নবিদ্ধ— এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। খর্ব মানে বাতিল, আর প্রশ্নবিদ্ধ মানে হচ্ছে চ্যালেঞ্জযোগ্য।’

আদালতের রায়ের পরও ৩০০ আসনে তফসিল দেওয়া হবে কি? এমন প্রশ্নের জবাবে তিনি, ৩০০ আসনে তফসিল দেওয়া হবে। আমি তো আপনাকে বললাম যে গাজীপুর এবং বাগেরহাট নিয়ে আদালতে যে কথাটা বিষয়টা আসছে সেটা নিয়ে আমরা কাজ করছি। আদালতের আদেশ অনুযায়ী সংশোধনীটা নেওয়া হচ্ছে।

লেবেল প্লেয়িং নিশ্চিত করা হবে জানিয়ে ইসি সচিব বলেন, আমাদের তফসিল ঘোষণার সাথে সাথে কতগুলো পরিপত্র দেওয়া হয় এবং সে পরিপত্রগুলো রেডি করা আছে। লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সবটুকুই নিশ্চয়ই নিশ্চিত করবো যাতে কেউ অন্ততপক্ষে না বলতে কোনো অভিযোগ না করতে পারেন। এখন কথাটা হচ্ছে যে এটা তো আমরা আমাদের দিক থেকে করবো কিন্তু এর সঙ্গে জড়িত রাজনৈতিক দলের সদিচ্ছার ব্যাপার থাকতে হবে। আমি বিশ্বাস করি আমি আস্থা রাখি এবং আমি এটা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে সবাই সহযোগিতা করবেন। এখন আমার আশাবাদ নিশ্চয়ই বাস্তবায়িত হবে এইটুকুই আমি বলতে পারি। কেউ যদি না মানেন তাহলে তার জন্য আইনগতভাবে যে ব্যবস্থাটা আছে সেটা নেওয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, প্রবাসে ভোটার আনুমানিক ১ কোটি থেকে ১ কোটি ৫ লাখের কাছাকাছি। পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য ইতোমধ্যে ৩ লাখ ১০ হাজার ৪১৪ জন নিবন্ধন করেছেন। এখন গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এ ক্ষেত্রে ভোটের দায়িত্বে যারা থাকবেন, তারা তফসিল ঘোষণার পর ১৬ বা ১৭ ডিসেম্বর থেকে নিবন্ধন করতে পারবেন। আর কয়েদিরা ২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত করতে পারবেন। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েনের পর নিবন্ধন করতে পারবেন।