Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করলে ব্যবস্থা: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : 

দ্বাদশ সংসদ নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা জানান।

কমান্ডার মঈন বলেন, যারা নির্বাচনে সহিংসতা করার চেষ্টা করছে বা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সাম্প্রতিক সময় নির্বাচন কমিশনের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের অস্ত্র উদ্ধার বেগবান হয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা ১০টির বেশি বিদেশি অস্ত্র উদ্ধার, বেশ কিছু দেশিয় অস্ত্র, গাড়িসহ আটক করতে সক্ষম হয়েছি।

নির্বাচনের সহিংসতা কথা উল্লেখ করে তিনি বলেন, যারা নির্বাচনের সহিংসতা করার চেষ্টা করছে বা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে তাদের আইনের আওতায় নিয়ে এসেছি। প্রায় ১০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের দিক নির্দেশনা বাস্তবায়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা কাজ করে যাব।

রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজনদের নজরদারিতে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ইতোমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি।

তিনি বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা ন্যক্কারজনক কাজ। যারা সেটা করেছে তাদের আইনের আওতায় আনা হবে। বেশকিছু সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত দোষীদের শনাক্তে কাজ চলছে। র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে বেশ কয়েকজন সন্দেহভাজন রয়েছে, যাদের নিয়ে আমরা কাজ করছি।

খন্দকার আল মঈন বলেন, সিসি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে, তাদের মধ্যে কয়েকজনকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি। তবে তারা ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন বলে মনে হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকে নজরদারিতে রেখেছি।

আবহাওয়া

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করলে ব্যবস্থা: র‌্যাব

প্রকাশের সময় : ০৩:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

দ্বাদশ সংসদ নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা জানান।

কমান্ডার মঈন বলেন, যারা নির্বাচনে সহিংসতা করার চেষ্টা করছে বা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সাম্প্রতিক সময় নির্বাচন কমিশনের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের অস্ত্র উদ্ধার বেগবান হয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা ১০টির বেশি বিদেশি অস্ত্র উদ্ধার, বেশ কিছু দেশিয় অস্ত্র, গাড়িসহ আটক করতে সক্ষম হয়েছি।

নির্বাচনের সহিংসতা কথা উল্লেখ করে তিনি বলেন, যারা নির্বাচনের সহিংসতা করার চেষ্টা করছে বা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে তাদের আইনের আওতায় নিয়ে এসেছি। প্রায় ১০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের দিক নির্দেশনা বাস্তবায়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা কাজ করে যাব।

রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজনদের নজরদারিতে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ইতোমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি।

তিনি বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা ন্যক্কারজনক কাজ। যারা সেটা করেছে তাদের আইনের আওতায় আনা হবে। বেশকিছু সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত দোষীদের শনাক্তে কাজ চলছে। র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে বেশ কয়েকজন সন্দেহভাজন রয়েছে, যাদের নিয়ে আমরা কাজ করছি।

খন্দকার আল মঈন বলেন, সিসি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে, তাদের মধ্যে কয়েকজনকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি। তবে তারা ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন বলে মনে হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকে নজরদারিতে রেখেছি।