Dhaka বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের আগে কোনো দেশের সাথে নতুন চুক্তি নয় : পররাষ্ট্রমন্ত্রী

সিলেট জেলা প্রতিনিধি : 

পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেন, নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনো দেশের সাথে নতুন চুক্তি করবে না বাংলাদেশ। বাংলাদেশের ব্যালেন্স বৈদেশিক নীতির কারণে নতুন চুক্তি না করার কোনো প্রভাব দেশের উপর পড়বে না।

শনিবার (১২ আগস্ট) দুপুরে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর এতে দেশের ওপর কোনো প্রভাব পড়বে না। কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। দেশ এখন একটি পজিশন নিয়ে আছে। আমরা ব্যালেন্স বৈদেশিক নীতি মেনে চলছি।

আসন্ন ব্রিকস সন্মেলনের বিষয়ে তিনি বলেন, তারা দাওয়াত দিয়েছে মনে হয় প্রধানমন্ত্রী যাবেন। ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবুও সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী সেখানে যাবেন।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের মানুষ দেশের ভবিষ্যৎ ঠিক করবে। আমরা দেশের মানুষের ওপর বিশ্বাস রাখি। আওয়ামী লীগ দেশের জনগণকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করে। বিদেশি কোনো শক্তির পরামর্শে বাংলাদেশ চলে না। আগামী নির্বাচন দেশের শাসনতন্ত্র মেনে হবে। এছাড়া সুষ্টু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা কোনো তালবাহানা করি না। আমরা নির্বাচন করবো আমাদের আইন অনুযায়ী, শাসনতন্ত্র অনুযায়ী। নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর হয় সেজন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্য আরো দৃশ্যমান করা দরকার : প্রধান উপদেষ্টা

নির্বাচনের আগে কোনো দেশের সাথে নতুন চুক্তি নয় : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০৫:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩

সিলেট জেলা প্রতিনিধি : 

পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেন, নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনো দেশের সাথে নতুন চুক্তি করবে না বাংলাদেশ। বাংলাদেশের ব্যালেন্স বৈদেশিক নীতির কারণে নতুন চুক্তি না করার কোনো প্রভাব দেশের উপর পড়বে না।

শনিবার (১২ আগস্ট) দুপুরে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর এতে দেশের ওপর কোনো প্রভাব পড়বে না। কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। দেশ এখন একটি পজিশন নিয়ে আছে। আমরা ব্যালেন্স বৈদেশিক নীতি মেনে চলছি।

আসন্ন ব্রিকস সন্মেলনের বিষয়ে তিনি বলেন, তারা দাওয়াত দিয়েছে মনে হয় প্রধানমন্ত্রী যাবেন। ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবুও সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী সেখানে যাবেন।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের মানুষ দেশের ভবিষ্যৎ ঠিক করবে। আমরা দেশের মানুষের ওপর বিশ্বাস রাখি। আওয়ামী লীগ দেশের জনগণকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করে। বিদেশি কোনো শক্তির পরামর্শে বাংলাদেশ চলে না। আগামী নির্বাচন দেশের শাসনতন্ত্র মেনে হবে। এছাড়া সুষ্টু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা কোনো তালবাহানা করি না। আমরা নির্বাচন করবো আমাদের আইন অনুযায়ী, শাসনতন্ত্র অনুযায়ী। নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর হয় সেজন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি।