নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের জন্য হীন প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করে নোয়াখালী-২ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেন, যতই ষড়যন্ত্র হোক, ইনশাল্লাহ সঠিক সময়েই দেশে সুষ্ঠু নির্বাচন হবে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১১টায় শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিস্থলে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচনকে বানচালের হীন প্রচেষ্টা চলছে অভিযোগ করে জয়নুল আবদিন ফারুক বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্প্রতি দেশে ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসেবে ও একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই, আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছে ইউনূস সরকার। সেটাকে বানচাল করার জন্য বিভিন্ন অপচেষ্টা করা হচ্ছে। আমাদের দলের মহাসচিবও বলেছেন দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচনে হওয়ার কথা রয়েছে। সে নির্বাচনে যত ষড়যন্ত্রই হোক না কেন, অস্ত্র উদ্ধার করে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে।
জয়নুল আবদিন ফারুক বলেন, দুই একজন মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না। আমিও জনগণের অংশ হিসেবে বিশ্বাস করি না।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নতুন দায়িত্ব পালনে মহান আল্লাহ তাআলা যেন তাকে সেই তৌফিক দেন এমন মন্তব্য করে বিএনপির এই নেতা আরও বলেন, গতকাল রাতেই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান রূপে দায়িত্ব গ্রহণ করেছেন। তার দায়িত্ব আজকে থেকে শুরু হয়েছে আল্লাহ পাক যেন তাকে তা সফলভাবে পালন করার তৌফিক দেন। খালেদা জিয়ার যেখানে শেষ সেখান থেকে শুরু করে তিনি যেন শেষ করতে পারেন।
গত ১৬ বছর যে ধৈর্য ধারণ করেছেন। বাকি জীবনে ধৈর্য ধারণ করে গণতন্ত্র, সংগ্রাম ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে পারে আল্লাহ যেন সেই তৌফিক তাকে দান করেন।
সম্প্রতি ঘটে যাওয়া জাকসুর ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুক বলেন, অ স ম আব্দুর রব সাহেব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল। মাহমুদুর রহমান মান্নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল। আমিও প্রার্থী ছিলাম একসময়। এইসব নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না।
এ সময় ঢাকায় নোয়াখালী সেনবাগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 























