বিনোদন ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে বেশি পরিচিত। এই ঘোষণার পর থেকেই তিনি হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন।
নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে একজন ‘গানম্যান’ বা ব্যক্তিগত নিরাপত্তাকর্মী চেয়ে আবেদন করতে যাচ্ছেন তিনি।
হিরো আলম সাংবাদিকদের জানান, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার খবর গণমাধ্যমে আসার পর থেকে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তিনি নিজেকে চরম নিরাপত্তাহীন মনে করছেন। এ কারণে জরুরি ভিত্তিতে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং প্রধান উপদেষ্টার কাছে গানম্যানের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন।
গত মাসে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও হিরো আলম কোন আসন বা কোন দল থেকে লড়বেন, তা নিয়ে আলোচনা চলছে।
তিনি বলেন, আমি আগে কয়েকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। এবারও স্বতন্ত্র হিসেবে লড়ার ইচ্ছা আছে। তবে গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি এই চারটি দল থেকে আমাকে তাদের প্রতীকে নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি ভাবছি, সময় হলে সব জানাব।
হিরো আলম আরও জানান, এবার তিনি ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন। দল কিংবা স্বতন্ত্র যেভাবেই হোক না কেন, জনগণের জন্য কাজ করাই তার মূল লক্ষ্য। সাহসিকতার সাথে রাজনীতিতে সক্রিয় থাকা হিরো আলমের জন্য এবারের নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রতীকে অংশ নেওয়াটা তার ক্যারিয়ারে এক নতুন অধ্যায় হতে পারে।
বিনোদন ডেস্ক 
























