টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের ভূঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসতবাড়িতে উল্টে পড়লে ঘুমন্ত অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে পৌর এলাকার ভূঞাপুর-তারাকান্দি সড়কের টেপিবাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রমেছা বেগম (৫৫) বেতুয়া আটআনি পাড়া গ্রামের আব্দুল কদ্দুসের স্ত্রী।
স্থানীয়দের বরাতে দিয়ে ভূঞাপুর থানার এসআই অনন্ত দাস বলেন, ভোরে ফজর নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েছিলেন রমেচা বেগম। অন্যদিকে নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন তার স্বামী কদ্দুস। এর মধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রমেচাদের ঘরের ওপর পড়ে। এতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান রমেচা বেগম। পরে স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।
অনন্ত দাস আরও বলেন, চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি 





















