Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন হাথুরুসিংহে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • ২০০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

দেশের ক্ষমতার পট পরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেটে। এক যুগ রাজত্ব শেষে বোর্ড সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর নতুন করে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। আর দায়িত্ব পাওয়ার পরপরই চন্ডিকা হাথুরুসিংহের বিকল্প খোঁজার কথা বলেছিলেন তিনি। এবার বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে বোর্ডের সাথে আলোচনা করার আগ্রহ প্রকাশ করলেন টাইগার হেড কোচ।

বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ পরিষ্কার করে দিয়েছেন, ব্যক্তিগতভাবে হাথুরুসিংহের ব্যাপারে তিনি আগের অবস্থানে অটল। আগের অবস্থান কী, সেটাও কারও অজানা থাকার কথা নয়। ২০১৬ সালে দল নির্বাচনপ্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে প্রধান নির্বাচকের পদ থেকে সরে যান ফারুক। এরপর তিনি যতবারই বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলেছেন, প্রায় ততবারই হাথুরুসিংহের সমালোচনা করেছেন। বাংলাদেশের কোচ হিসেবে এই শ্রীলঙ্কানের অযোগ্যতা তুলে ধরেছেন।

বিসিবি সভাপতির এমন মন্তব্য নিয়ে বৃহস্পতিবার (২৯ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে গণমাধ্যমের মুখোমুখি হন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেন, আমি বুঝতে পারছি যে যখন নতুন কোনো নেতৃত্ব দায়িত্বে আসে তখন তাদের চিন্তাধারা ভিন্ন হয়। তবে আমি মুখিয়ে আছি তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। আমার কাজ হচ্ছে, দলকে সেরা উপায়ে তৈরি করা। যে পরিশ্রম আমরা গত কয়েক মাসে করেছি, সেসব নিয়েই আমরা পরের ম্যাচে মনোযোগী আছি।

দ্বিতীয় টেস্ট নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন হাতুরাসিংহে। তিনি বলেছেন, (হাসি) আসলে আমরা সব সময় অফেনসিভ স্ট্র্যাটেজিতেই যাব। কন্ডিশনের ওপর নির্ভর করে অনেক সময় স্ট্র্যাটেজিতে পরিবর্তন আসে। প্রথম ম্যাচ থেকে আমাদের প্রস্তুতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমরা নিজেদের শক্তির জায়গাগুলো জানি, সীমাবদ্ধতাগুলোও জানি। প্রতিপক্ষের শক্তি এবং সীমাবদ্ধতার জায়গাগুলোও জানা আছে আমাদের। পিচ, কন্ডিশন সব কিছু বিবেচনা নিয়েই আমরা আমাদের স্ট্র্যাটেজি সাজিয়ে থাকি।

শুক্রবার (৩০ আগস্ট) পাকিস্তাননের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট নিয়ে শ্রীলঙ্কান কোচ বলেন, মোরাল অনেক উঁচুতে আছে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দেওয়া সহজ কোনো কাজ নয়। তারা অনেক অনেক ভালো দল। এখনো আমরা দ্বিতীয় ম্যাচে অনেক ফাইট আশা করছি তাদের থেকে। কাল কন্ডিশনের ওপর নির্ভর করে পিচ দেখে আমরা দলে পরিবর্তন আনতেও পারি। কারণ আমরা এখনো পিচ দেখতে পারিনি। কন্ডিশনে কিছুটা তফাত আছে আগের ম্যাচ থেকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন হাথুরুসিংহে

প্রকাশের সময় : ০৮:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

দেশের ক্ষমতার পট পরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেটে। এক যুগ রাজত্ব শেষে বোর্ড সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর নতুন করে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। আর দায়িত্ব পাওয়ার পরপরই চন্ডিকা হাথুরুসিংহের বিকল্প খোঁজার কথা বলেছিলেন তিনি। এবার বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে বোর্ডের সাথে আলোচনা করার আগ্রহ প্রকাশ করলেন টাইগার হেড কোচ।

বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ পরিষ্কার করে দিয়েছেন, ব্যক্তিগতভাবে হাথুরুসিংহের ব্যাপারে তিনি আগের অবস্থানে অটল। আগের অবস্থান কী, সেটাও কারও অজানা থাকার কথা নয়। ২০১৬ সালে দল নির্বাচনপ্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে প্রধান নির্বাচকের পদ থেকে সরে যান ফারুক। এরপর তিনি যতবারই বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলেছেন, প্রায় ততবারই হাথুরুসিংহের সমালোচনা করেছেন। বাংলাদেশের কোচ হিসেবে এই শ্রীলঙ্কানের অযোগ্যতা তুলে ধরেছেন।

বিসিবি সভাপতির এমন মন্তব্য নিয়ে বৃহস্পতিবার (২৯ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে গণমাধ্যমের মুখোমুখি হন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেন, আমি বুঝতে পারছি যে যখন নতুন কোনো নেতৃত্ব দায়িত্বে আসে তখন তাদের চিন্তাধারা ভিন্ন হয়। তবে আমি মুখিয়ে আছি তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। আমার কাজ হচ্ছে, দলকে সেরা উপায়ে তৈরি করা। যে পরিশ্রম আমরা গত কয়েক মাসে করেছি, সেসব নিয়েই আমরা পরের ম্যাচে মনোযোগী আছি।

দ্বিতীয় টেস্ট নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন হাতুরাসিংহে। তিনি বলেছেন, (হাসি) আসলে আমরা সব সময় অফেনসিভ স্ট্র্যাটেজিতেই যাব। কন্ডিশনের ওপর নির্ভর করে অনেক সময় স্ট্র্যাটেজিতে পরিবর্তন আসে। প্রথম ম্যাচ থেকে আমাদের প্রস্তুতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমরা নিজেদের শক্তির জায়গাগুলো জানি, সীমাবদ্ধতাগুলোও জানি। প্রতিপক্ষের শক্তি এবং সীমাবদ্ধতার জায়গাগুলোও জানা আছে আমাদের। পিচ, কন্ডিশন সব কিছু বিবেচনা নিয়েই আমরা আমাদের স্ট্র্যাটেজি সাজিয়ে থাকি।

শুক্রবার (৩০ আগস্ট) পাকিস্তাননের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট নিয়ে শ্রীলঙ্কান কোচ বলেন, মোরাল অনেক উঁচুতে আছে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দেওয়া সহজ কোনো কাজ নয়। তারা অনেক অনেক ভালো দল। এখনো আমরা দ্বিতীয় ম্যাচে অনেক ফাইট আশা করছি তাদের থেকে। কাল কন্ডিশনের ওপর নির্ভর করে পিচ দেখে আমরা দলে পরিবর্তন আনতেও পারি। কারণ আমরা এখনো পিচ দেখতে পারিনি। কন্ডিশনে কিছুটা তফাত আছে আগের ম্যাচ থেকে।