Dhaka মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নিজের দুই রকম ছবি পোস্ট করে আলোচনায় শুভশ্রী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • ২৫০ জন দেখেছেন

শুভশ্রী

নিজের দুই রকম ছবি পোস্ট করে আলোচনায় এসেছেন কলকাতার নায়িকা শুভশ্রী। এক ছবিতে তিনি অনেক মোটা-মেদযুক্ত। আরেক ছবিতে একেবারে মেদমুক্ত, ছিপছিপে চোহারায়। দুই ছবির এই পার্থক্যই শুভশ্রীকে নিয়ে আলোচনার খোড়াক জুগিয়েছে।

নিজের আগের আর বেবি বাম্পের দুটো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। এক ফ্রেমে শুভশ্রীর দুই রূপ দেখে আক্ষরিক অর্থেই চমকেছেন সবাই। যথারীতি সেই পোস্ট ভাইরাল হয়ে গেছে।

আরও পড়ুন : ব্যবসায়ীকে বিয়ে করছেন কাজল আগারওয়াল

প্রথমটিতে শুভশ্রী ছিপছিপে। শরীরে মেদের ‘ম’-ও নেই। নীল জিন্সের উপর পরা কালো ক্রপ টপ তুলতেই শরীর জুড়ে যৌবন তরঙ্গ! কালো লেসের অন্তর্বাস উঁকি দিচ্ছে! পাশেই অভিনেত্রীর বেবি বাম্পের লুক। ভারী শরীর ঢাকতে টিউব ট্যাঙ্ক টপ আর কালো টাইটস পরে নায়িকা। মুখে গর্বের হাসি।

ক্যাপশনও ততটাই ইঙ্গিতপূর্ণ, এর পরে কী হবে? দেখা যাক। এর পরের গল্প যদিও সবারই জানা। ইউভানকে নিয়েই সময় কেটে যাচ্ছে রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নিজের দুই রকম ছবি পোস্ট করে আলোচনায় শুভশ্রী

প্রকাশের সময় : ০৫:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০

নিজের দুই রকম ছবি পোস্ট করে আলোচনায় এসেছেন কলকাতার নায়িকা শুভশ্রী। এক ছবিতে তিনি অনেক মোটা-মেদযুক্ত। আরেক ছবিতে একেবারে মেদমুক্ত, ছিপছিপে চোহারায়। দুই ছবির এই পার্থক্যই শুভশ্রীকে নিয়ে আলোচনার খোড়াক জুগিয়েছে।

নিজের আগের আর বেবি বাম্পের দুটো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। এক ফ্রেমে শুভশ্রীর দুই রূপ দেখে আক্ষরিক অর্থেই চমকেছেন সবাই। যথারীতি সেই পোস্ট ভাইরাল হয়ে গেছে।

আরও পড়ুন : ব্যবসায়ীকে বিয়ে করছেন কাজল আগারওয়াল

প্রথমটিতে শুভশ্রী ছিপছিপে। শরীরে মেদের ‘ম’-ও নেই। নীল জিন্সের উপর পরা কালো ক্রপ টপ তুলতেই শরীর জুড়ে যৌবন তরঙ্গ! কালো লেসের অন্তর্বাস উঁকি দিচ্ছে! পাশেই অভিনেত্রীর বেবি বাম্পের লুক। ভারী শরীর ঢাকতে টিউব ট্যাঙ্ক টপ আর কালো টাইটস পরে নায়িকা। মুখে গর্বের হাসি।

ক্যাপশনও ততটাই ইঙ্গিতপূর্ণ, এর পরে কী হবে? দেখা যাক। এর পরের গল্প যদিও সবারই জানা। ইউভানকে নিয়েই সময় কেটে যাচ্ছে রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।