Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নিজের জন্মদিনে বাবা হলেন শান্ত

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:১৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • ২০৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

২৫ আগস্ট, ১৯৯৮। ২৫ বছর আগে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশ দলের এই সময়ের অন্যতম সেরা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। কাকতালীয়ভাবে ঠিক একইদিনে পৃথিবীতে আসলো তার প্রথম ছেলে সন্তানও।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে শান্ত-রত্না দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সে সুখবর জানিয়েছেন শান্ত।

ফেসবুক পোস্টে শান্ত লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তা’আলার অশেষ রহমতে সকাল ১০টা ১৪মিনিটে পুত্র সন্তানের বাবা হয়েছি। মা-শিশু দুজনই ভালো আছে। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমরা আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করছি।

সম্প্রতি শান্তর বাবা হতে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে বেবি শাওয়ারের কিছু ছবি ভেসে বেড়াতে দেখা যায়। ছবিতে শান্ত-রত্না জুটির পাশাপাশি দেখা যায় জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটারের স্ত্রীকেও। যার মধ্যে ছিলেন তাইজুল, মিরাজ, সাদমান ও আফিফ পত্নীরা।

২০২০ সালের ১১ জুলাই দীর্ঘদিনের সম্পর্ককে বাস্তবে রূপদান করেন নাজমুল হোসেন শান্ত-সাবরিন রত্না জুটি। শান্তর সঙ্গে আগে থেকে পরিচয় থাকা রত্না সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বিয়ের পর শেষ করেছেন পড়াশোনার বাকি পাঠ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নিজের জন্মদিনে বাবা হলেন শান্ত

প্রকাশের সময় : ০৪:১৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

২৫ আগস্ট, ১৯৯৮। ২৫ বছর আগে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশ দলের এই সময়ের অন্যতম সেরা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। কাকতালীয়ভাবে ঠিক একইদিনে পৃথিবীতে আসলো তার প্রথম ছেলে সন্তানও।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে শান্ত-রত্না দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সে সুখবর জানিয়েছেন শান্ত।

ফেসবুক পোস্টে শান্ত লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তা’আলার অশেষ রহমতে সকাল ১০টা ১৪মিনিটে পুত্র সন্তানের বাবা হয়েছি। মা-শিশু দুজনই ভালো আছে। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমরা আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করছি।

সম্প্রতি শান্তর বাবা হতে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে বেবি শাওয়ারের কিছু ছবি ভেসে বেড়াতে দেখা যায়। ছবিতে শান্ত-রত্না জুটির পাশাপাশি দেখা যায় জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটারের স্ত্রীকেও। যার মধ্যে ছিলেন তাইজুল, মিরাজ, সাদমান ও আফিফ পত্নীরা।

২০২০ সালের ১১ জুলাই দীর্ঘদিনের সম্পর্ককে বাস্তবে রূপদান করেন নাজমুল হোসেন শান্ত-সাবরিন রত্না জুটি। শান্তর সঙ্গে আগে থেকে পরিচয় থাকা রত্না সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বিয়ের পর শেষ করেছেন পড়াশোনার বাকি পাঠ।