আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের পাঞ্জাবের পটিয়ালায় জন্মদিনের জন্য কেনা কেক খেয়ে অসুস্থ হয়ে মারা গেছে ১০ বছর বয়সী এক কন্যাশিশু।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে গত সপ্তাহে এ ঘটনা ঘটে।
মানভি নামের ওই কন্যাশিশুর জন্মদিন ছিল গত সপ্তাহে। স্থানীয় এক বেকারি থেকে অনলাইনে অর্ডার করা একটি চকলেট কেক কেনা হয়েছিল এ উপলক্ষ্যে। ২৪ মার্চ সন্ধ্যায় কেক কেটে খাওয়া হয়। তার ১০টার মাঝে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন। শিশুরা বমি করতে থাকে। মানভি বারবার পানি খেতে থাকে। এরপর সে ঘুমিয়ে যায়। সকালবেলা মানভি আরও অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ডাক্তাররা তাকে কিছুক্ষণের মধ্যেই মৃত ঘোষণা করেন।
ভুক্তভোগীর পরিবারের ভাষ্য, মানভির শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত সোমবার ভোরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অক্সিজেন দেওয়া হয় ও ইসিজি পরীক্ষা করা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। কিছুক্ষণ পরই তাকে মৃত ঘোষণা করা হয়।
পরিবারটির অভিযোগ, কেক কানহা নামের বেকারি থেকে অর্ডার করা কেকটিতে বিষাক্ত উপাদান ছিল।
এই ঘটনায় বেকারি মালিকের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘শিশুটির সুরতহাল করা হয়েছে। কেকের কিছু নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আমরা প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।’