Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজ পোশাকশ্রমিক জোসনা উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ২০২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

মিরপুরে শ্রমিক আন্দোলনে ‘‘হত্যার পর গুম’ হওয়া পোশাকশ্রমিক জোসনা বেগমকে রাজধানীর পল্লবী এলাকা থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

বুধবার (১ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোসনা বেগমকে ঢাকার পল্লবীর কালশী এলাকা থেকে উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, মঙ্গলবার (৩১ অক্টোবর) মিরপুরের একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জোসনা নামে এক কর্মী নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। হত্যা ও গুজবকে কেন্দ্র করে বুধবার (১ নভেম্বর) কর্মীদের আন্দোলন দিনভর চলতে থাকে। পরে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে র‌্যাব। এ সময় শ্রমিকরা জোসনা বেগমকে হত্যা করে তার মরদেহ গুম করে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। পরে অভিযান চালিয়ে পোশাক কারখানার শ্রমিক জোসনা বেগমকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩১ অক্টোবর মিরপুরের একটি গার্মেন্টসে সংঘর্ষে জোসনা নামে এক কর্মী নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। ওই গুজবকে ঘিরে বুধবার (১ নভেম্বর) দিনভর গার্মেন্টসকর্মীদের আন্দোলন চলতে থাকে। এ পরিপ্রেক্ষিতে র‌্যাব-৪ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে। তখন তারা দাবি করেন, গার্মেন্টসকর্মী জোসনা বেগমকে হত্যা করে তার মরদেহ গুম করে ফেলা হয়েছে।

এএসপি মাজহারুল ইসলাম বলেন, এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এ ব্যাপারে গোয়েন্দা নজরদারি এবং তদন্ত শুরু করে। পরে গত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ নিখোঁজ জোসনা বেগমকে পল্লবীর কালশী এলাকা থেকে জীবিত উদ্ধার করে। বর্তমানে তিনি নিজ বাসায় সুস্থ ও স্বাভাবিক আছেন এবং র‌্যাব-৪ তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নিখোঁজ পোশাকশ্রমিক জোসনা উদ্ধার

প্রকাশের সময় : ১২:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

মিরপুরে শ্রমিক আন্দোলনে ‘‘হত্যার পর গুম’ হওয়া পোশাকশ্রমিক জোসনা বেগমকে রাজধানীর পল্লবী এলাকা থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

বুধবার (১ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোসনা বেগমকে ঢাকার পল্লবীর কালশী এলাকা থেকে উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, মঙ্গলবার (৩১ অক্টোবর) মিরপুরের একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জোসনা নামে এক কর্মী নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। হত্যা ও গুজবকে কেন্দ্র করে বুধবার (১ নভেম্বর) কর্মীদের আন্দোলন দিনভর চলতে থাকে। পরে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে র‌্যাব। এ সময় শ্রমিকরা জোসনা বেগমকে হত্যা করে তার মরদেহ গুম করে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। পরে অভিযান চালিয়ে পোশাক কারখানার শ্রমিক জোসনা বেগমকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩১ অক্টোবর মিরপুরের একটি গার্মেন্টসে সংঘর্ষে জোসনা নামে এক কর্মী নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। ওই গুজবকে ঘিরে বুধবার (১ নভেম্বর) দিনভর গার্মেন্টসকর্মীদের আন্দোলন চলতে থাকে। এ পরিপ্রেক্ষিতে র‌্যাব-৪ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে। তখন তারা দাবি করেন, গার্মেন্টসকর্মী জোসনা বেগমকে হত্যা করে তার মরদেহ গুম করে ফেলা হয়েছে।

এএসপি মাজহারুল ইসলাম বলেন, এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এ ব্যাপারে গোয়েন্দা নজরদারি এবং তদন্ত শুরু করে। পরে গত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ নিখোঁজ জোসনা বেগমকে পল্লবীর কালশী এলাকা থেকে জীবিত উদ্ধার করে। বর্তমানে তিনি নিজ বাসায় সুস্থ ও স্বাভাবিক আছেন এবং র‌্যাব-৪ তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।