সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের পাঁচ দিন পর নির্মাণাধীন আর.কে টেক্সটাইলের বালুর নিচে পুঁতে রাখা অবস্থায় সেই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের রংপুর-নগরবাড়ি মহাসড়কের তালগাছী এলাকায় মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নিরাপত্তাকর্মী মো. ফেরদৌস (১৮) শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. আক্কাস আলীর ছেলে ও আর.কে টেক্সটাইলে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ফেরদৌস আলী আর কে টেক্সটাইল মিলস এ নাইট গার্ডের চাকুরি করতেন। গত ০৫/০১/২০২৩ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬.০০ ঘটিকায় মৃত মো: ফেরদৌস আলী তার কর্মস্থলে আসেন। এরপর সকাল হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে যান নাই। পরিবারের লোকজন ফ্যাক্টরিতে এসে তাকে খুজে পায় নাই। এরপর তারা খোজাখুজি অব্যাহত রাখেন এবং শাহজাদপুর থানাতে এসে একটি নিখোঁজ ডায়েরি করেন। এ ঘটনায় উপজেলার ঘোড়শাল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মামুনকে (৩০) আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতে আরকে টেক্সটাইল মিলসের ভিতরে মাটির নিচে পুঁতে রাখা ফেরদৌসের মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত মামুন উক্ত ফ্যাক্টরিতে চুরি করতে আসে। সে সময় নাইট গার্ডের সাথে তার বাক বিতন্ডা হয়। এর এক পর্যায়ে মামুন ফেরদৌসের মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। এরপর মৃত্য নিশ্চিত করার জন্য সে ভিকটিমের মুখে কম্বল ঠেসে ধরে। এরপর সে তার লাশ মাটিতে পুতে রেখে ভিকটিমের মোবাইল নিয়ে চলে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ভিকটিমের একটি মোবাইল, হত্যাকাণ্ডে ব্যবহৃত কম্বল ও একজোড়া জুতা উদ্ধার করেছেন।