Dhaka রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নিক্সনের জয়ে খিচুড়ি খেয়ে ঢামেকে ভর্তি সমর্থকরা

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪, প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকরা নিজেদের রান্না করা খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। তাদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফরিদপুরের সদরপুরের চর মানাইর ইউনিয়নের কাজীকান্দি গ্রামে বজলু কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

অসুস্থরা হলেন- বজলু কাজী (৬০), জাকির কাজী (৪০), কহিনুর খালাশি (৬০), মনির কাজী (৫০), আসিক কাজী (১৫), মোছাঃ আমেনা (৪৫), ফরিদ কাজী (৫৫) ও ইলিয়াস কাজী(৪১)।

তাঁদের হাসপাতালে নিয়ে অন্য স্বজনরা এবং অসুস্থ কয়েকজন জানান, তাঁরা দ্বাদশ নির্বাচনের ফরিদপুর-৪ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সনের সমর্থক। বিজয়ী হওয়ায় তাঁরা নিজেরা সোমবার সকালে বাসায় খিচুড়ি রান্না করেন। আত্মীয়স্বজনরা তা খেয়ে এমপি নিক্সনের বাড়িতে ফুল নিয়ে দেখা করতে যাওয়ার পথে একে একে ৮-১০ জন অসুস্থ হয়ে পড়েন। বমি, পেট ব্যথা, কেউ বা অচেতন হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং সেখান থেকে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

জানা যায়, সোমবার সকালে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।
তাদেরকে নিয়ে আসা মনির কাজি বলেন, ফরিদপুর সদরপুর একটি বাসায় সকালে খিচুড়ি খেয়ে নির্বাচনে বিজয়ী প্রার্থী নিক্সন চৌধুরীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পথের মধ্যেই তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ অবস্থায় সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, আমাদের ধারণা খিচুড়ির মধ্যে অন্য কেউ চেতনা নাশক ঔষধ মিশিয়ে দিয়েছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ফরিদপুর সদরপুর এলাকা থেকে খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে নারীসহ ৮ জন ঢাকা মেডিকেলে এসেছে। তাদেরকে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নিক্সনের জয়ে খিচুড়ি খেয়ে ঢামেকে ভর্তি সমর্থকরা

প্রকাশের সময় : ০৮:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪, প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকরা নিজেদের রান্না করা খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। তাদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফরিদপুরের সদরপুরের চর মানাইর ইউনিয়নের কাজীকান্দি গ্রামে বজলু কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

অসুস্থরা হলেন- বজলু কাজী (৬০), জাকির কাজী (৪০), কহিনুর খালাশি (৬০), মনির কাজী (৫০), আসিক কাজী (১৫), মোছাঃ আমেনা (৪৫), ফরিদ কাজী (৫৫) ও ইলিয়াস কাজী(৪১)।

তাঁদের হাসপাতালে নিয়ে অন্য স্বজনরা এবং অসুস্থ কয়েকজন জানান, তাঁরা দ্বাদশ নির্বাচনের ফরিদপুর-৪ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সনের সমর্থক। বিজয়ী হওয়ায় তাঁরা নিজেরা সোমবার সকালে বাসায় খিচুড়ি রান্না করেন। আত্মীয়স্বজনরা তা খেয়ে এমপি নিক্সনের বাড়িতে ফুল নিয়ে দেখা করতে যাওয়ার পথে একে একে ৮-১০ জন অসুস্থ হয়ে পড়েন। বমি, পেট ব্যথা, কেউ বা অচেতন হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং সেখান থেকে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

জানা যায়, সোমবার সকালে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।
তাদেরকে নিয়ে আসা মনির কাজি বলেন, ফরিদপুর সদরপুর একটি বাসায় সকালে খিচুড়ি খেয়ে নির্বাচনে বিজয়ী প্রার্থী নিক্সন চৌধুরীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পথের মধ্যেই তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ অবস্থায় সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, আমাদের ধারণা খিচুড়ির মধ্যে অন্য কেউ চেতনা নাশক ঔষধ মিশিয়ে দিয়েছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ফরিদপুর সদরপুর এলাকা থেকে খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে নারীসহ ৮ জন ঢাকা মেডিকেলে এসেছে। তাদেরকে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।