Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নির্বাপণ হয়েছে : ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো: শাহজাহান শিকদার।

রোববার (১৬ এপ্রিল) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগুন পুরোপুরি নির্বাপণের পরই রোববার (১৬ এপ্রিল) সকাল ৯টার পর রাজধানীর নিউ সুপার মার্কেট পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এখন তদন্তকাজের জন্য আলামত সংগ্রহ করা যাবে।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল গণি বলেন, সকাল পৌনে ১০টার দিকে নিউ সুপার মার্কেট পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, আগুন সম্পূর্ণ নির্বাপণের পর চলছে মার্কেট পরিষ্কারের কাজ। সকাল থেকেই সিটি করপোরেশন ও মার্কেট কর্মীরা মিলে ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ শুরু করেন। এছাড়া বন্ধ থাকা পার্শ্ববর্তী চাঁদনি চক, গাউছিয়া মার্কেট খুলে দেওয়া হয়েছে। এছাড়া আশপাশের দোকানগুলোও খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে গাউছিয়া মার্কেটে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও চাঁদনী চক মার্কেটে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।

চাঁদনী চক মার্কেটের মায়ের দোয়া গার্মেন্টসের বিক্রয়কর্মী শাহাদাত হোসেন বলেন, সকাল-সকাল দোকান খুলেছি। গতকাল তো ব্যবসা বন্ধ ছিল। আজ থেকে আবার শুরু করেছি। কাস্টমার এখন কম থাকলেও আশা করছি বাড়বে।

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম জানান, দোতলা ও তিনতলার বেশিরভাগ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্দিষ্ট সংখ্যাটি সিটি কর্পোরেশন বলতে পারবে। আমরা ধারণা করছি ২৫০-৩০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, আগুনে ফায়ার সার্ভিসের ২৪ জন সদস্য আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তাদের বেশিরভাগের শ্বাসনালিতে সমস্যা হয়েছে।

এদিকে নিউ মার্কেট বন্ধ থাকলেও কিছু কিছু দোকান খুলতে দেখা গেছে। নিরাপত্তাকর্মীরা বাধা দিলেও তারা দোকান খুলছেন। কয়েকটি দোকান খুললেও ক্রেতা নেই।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক মোর্তুজা কবিরের নেতৃত্বে একটি দল নিউ সুপার মার্কেটের ক্ষতিগ্রস্ত ভবন থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। কাজ শেষে পৌনে ১১টার দিকে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, আমরা বিভিন্ন পোড়া অংশ আলামত হিসেবে সংগ্রহ করেছি। এগুলো সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তারপর এই বিষয়ে মতামত দেয়া যাবে।

নিউ সুপার মার্কেটের আগুন নির্বাপণ পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৫ জন সদস্যসহ মোট ৩১ অসুস্থ হয়ে পড়েন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে মোট ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিসের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় অনেক কিছু।

ভয়াবহ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ, বিমান বাহিনী। আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যরাও।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নির্বাপণ হয়েছে : ফায়ার সার্ভিস

প্রকাশের সময় : ০১:১৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো: শাহজাহান শিকদার।

রোববার (১৬ এপ্রিল) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগুন পুরোপুরি নির্বাপণের পরই রোববার (১৬ এপ্রিল) সকাল ৯টার পর রাজধানীর নিউ সুপার মার্কেট পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এখন তদন্তকাজের জন্য আলামত সংগ্রহ করা যাবে।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল গণি বলেন, সকাল পৌনে ১০টার দিকে নিউ সুপার মার্কেট পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, আগুন সম্পূর্ণ নির্বাপণের পর চলছে মার্কেট পরিষ্কারের কাজ। সকাল থেকেই সিটি করপোরেশন ও মার্কেট কর্মীরা মিলে ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ শুরু করেন। এছাড়া বন্ধ থাকা পার্শ্ববর্তী চাঁদনি চক, গাউছিয়া মার্কেট খুলে দেওয়া হয়েছে। এছাড়া আশপাশের দোকানগুলোও খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে গাউছিয়া মার্কেটে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও চাঁদনী চক মার্কেটে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।

চাঁদনী চক মার্কেটের মায়ের দোয়া গার্মেন্টসের বিক্রয়কর্মী শাহাদাত হোসেন বলেন, সকাল-সকাল দোকান খুলেছি। গতকাল তো ব্যবসা বন্ধ ছিল। আজ থেকে আবার শুরু করেছি। কাস্টমার এখন কম থাকলেও আশা করছি বাড়বে।

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম জানান, দোতলা ও তিনতলার বেশিরভাগ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্দিষ্ট সংখ্যাটি সিটি কর্পোরেশন বলতে পারবে। আমরা ধারণা করছি ২৫০-৩০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, আগুনে ফায়ার সার্ভিসের ২৪ জন সদস্য আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তাদের বেশিরভাগের শ্বাসনালিতে সমস্যা হয়েছে।

এদিকে নিউ মার্কেট বন্ধ থাকলেও কিছু কিছু দোকান খুলতে দেখা গেছে। নিরাপত্তাকর্মীরা বাধা দিলেও তারা দোকান খুলছেন। কয়েকটি দোকান খুললেও ক্রেতা নেই।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক মোর্তুজা কবিরের নেতৃত্বে একটি দল নিউ সুপার মার্কেটের ক্ষতিগ্রস্ত ভবন থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। কাজ শেষে পৌনে ১১টার দিকে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, আমরা বিভিন্ন পোড়া অংশ আলামত হিসেবে সংগ্রহ করেছি। এগুলো সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তারপর এই বিষয়ে মতামত দেয়া যাবে।

নিউ সুপার মার্কেটের আগুন নির্বাপণ পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৫ জন সদস্যসহ মোট ৩১ অসুস্থ হয়ে পড়েন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে মোট ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিসের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় অনেক কিছু।

ভয়াবহ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ, বিমান বাহিনী। আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যরাও।