বিনোদন ডেস্ক :
ঢালিউডের জনপ্রিয় জুটি ফেরদৌস-মৌসুমী। চলচ্চিত্রের সূত্র ধরেই তাঁদের মধ্যে বন্ধুতা। পারিবারিকভাবেও সম্পর্কটা চমৎকার। এবার এই জুটির দেখা হলো সুদূর আমেরিকায়। এবং তা অনেকদিন পর। কারণ, গত অক্টোবরে নিউইয়র্কের উদ্দেশে উড়াল দিয়েছিলেন ‘প্রিয়দর্শনী’খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। এরইমধ্যে হয়ে গেল জাতীয় নির্বাচন। যার মাধ্যমে ঢাকা-১০ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
সম্প্রতি সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে দেশটিতে পা রেখেছেন তিনি। সেই খবর পেয়েছেন মৌসুমী। দুই বন্ধুর দেখা হওয়ার বিষয়টি হাতছাড়া করতে চাননি কেউই। মৌসুমীর আমন্ত্রণে নিউইয়র্ক সময় শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় তাঁর লং আইল্যান্ডের বাসায় অতিথি হয়েছেন ফেরদৌস। সামাজিক যোগাযোগমাধ্যমে এই আনন্দঘন মুহূর্তের বেশকিছু স্থিরচিত্র শেয়ার করে বিষয়টি জানিয়েছেন অভিনেতা নিজেই।
এদিন বন্ধুর জন্য নানা পদের রান্না করেছিলেন মৌসুমী। স্থিরচিত্রগুলোতে লক্ষ্য করে দেখা যায়, খাবার আয়োজনে ছিল খিচুড়ি, মাংস, মাছসহ অনেক কিছু। ছিল মিষ্টিজাতীয় খাবারও। খাওয়াদাওয়া আর আড্ডায় কেটে যায় তাঁদের দুই ঘণ্টার বেশি সময়।
সামাজিকমাধ্যমে স্থিরচিত্রগুলো শেয়ার করে ফেরদৌস লিখেছেন, মৌসুমী আমার প্রিয় মানুষ, প্রিয় নায়িকা, প্রিয় বন্ধু, প্রিয় সহকর্মী এবং বিভিন্ন দিক দিয়ে আমার ভীষণ কাছের একজন। অনেকদিন পর সেই মানুষটার সাথে দেখা নিউইয়র্কে। কী যে ভালো লেগেছে, কী যে অসাধারণ সময় কেটেছে লিখে বুঝাতে পারব না। মৌসুমী নিজ হাতে রান্না করেছে, ফাইজা (ওমর সানী-মৌসুমীর মেয়ে) এবং আন্টি পরিবেশন করেছে, তারপর গল্প ও আড্ডা, আন্টি সেই শুরুর দিকের কত কথা যে বলল।
মৌসুমী যখন দেশে ছিলেন, তখন নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিলেন চিত্রনায়ক ফেরদৌস। যদিও সেসময় চূড়ান্ত কিছু ছিল না। কিন্তু অবশেষে আওয়ামী লীগ থেকে ঠিকই মনোনয়ন পান তিনি এবং নির্বাচনেও জয় লাভ করেন। বলতে গেলে, ফেরদৌস এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। অভিনেতার এই নতুন জীবন নিয়ে অন্যদের মতো আগ্রহ মৌসুমীরও। এ বিষয়ে ফেরদৌস লিখেছেন, আমার এই নতুন জীবন নিয়ে মৌসুমীর কত কথা, কত প্রশ্ন, কত যে আগ্রহ।
শেষে অভিনেতা আরও বলেন, গাড়িতে উঠে অনেক দূর এগিয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখি এই প্রচণ্ড শীত উপেক্ষা করে এখনও তাকিয়ে আছে। এই সম্পর্ক গুলো অটুট, এই বন্ধনগুলো দৃঢ়, এই স্মৃতিগুলো অমলিন। মৌসুমী ভালো থাকুক এটাই মন থেকে চাই।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই আমেরিকায় থাকছেন মৌসুমীর মেয়ে ফাইজা। মেয়েকে সময় দিতেই সেখানে রয়েছেন অভিনেত্রী। এমনকি আমেরিকায় থেকেও নতুন একটি সিনেমায় কাজ করেছেন তিনি। ‘অর্ধাঙ্গিনী’ নামের সেই ছবি পরিচালনা করেছেন সৈয়দ আর ইমন। এদিকে, ফেরদৌস বর্তমানে রাজনীতিতেই সময় দিচ্ছেন বেশি। তবে ঢালিউডের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেও পাওয়া যায় তাঁকে।