Dhaka বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডকে বিদায় করে সুপার এইটে আফগানরা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:২৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • ১৯৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

চাঁদ সোপারকে উড়িয়ে মারলেন গুলবাদিন নাইব। বল উড়ে যাচ্ছে সীমানার দিকে, বাউন্ডারি লাইন পেরিয়ে সেটা আছড়ে পড়লো সীমানার ওপারে। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৭ উইকেটের বড় জয়ে নিশ্চিত হলো আফগানিস্তানের সুপার এইট। একই সঙ্গে বেজে উঠলো নিউ জিল্যান্ডের বিদায় ঘণ্টা।

শুক্রবার (১৪ জুন) ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৫ রানে গুটিয়ে যায় নিউগিনি। জবাব দিতে নেমে দ্রুত ৩ উইকেট হারালেও নাইব এবং মোহাম্মদ নবীর বীরত্বে ২৯ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় আফগানিস্তান।

রান তাড়ায় নামা আফগানিস্তানের দুই ওপেনারকে তিন ওভারের ভেতরই ফিরিয়ে দেয় পাপুয়া নিউগিনি। ৭ বল খেলে কোনো রান না করে কামেয়ার বলে বোল্ড হয়ে যান ইব্রাহিম জাদরান। পরের ওভারে ফিরে যান তার সঙ্গী রহমানউল্লাহ গুরবাজও। ৭ বলে ১১ রান করা এই ব্যাটারকে বোল্ড করেন নাউ।

দুই উইকেট হারিয়ে বিপদে পড়া দলটির জন্য হাল ধরেন গুলবাদিন নাইব ও আজমতউল্লাহ ওমরজাই। কিন্তু আজমতউল্লাহকেও ফিরিয়ে দেয় পাপুয়া নিউগিনি। ১৮ বলে ১৩ রান করে ভানুয়ার বলে বোল্ড হন তিনি। উইকেটের জন্য মরিয়া পাপুয়া নিউগিনি দুটি রিভিউ নিয়েও ব্যর্থ হয়।

আফগানিস্তান এরপর অবশ্য আর কোনো উইকেট হারায়নি। দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন গুলবাদিন নাইব ও মোহাম্মদ নবী। ৪ চার ও ১ ছক্কায় ৩৬ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন নাইব, ২৩ বলে ১৬ রান আসে মোহাম্মদ নবীর ব্যাটে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুর দিকেই চার বলের ভেতর তিন উইকেট হারায় পাপুয়া নিউগিনি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে রান আউট হয়ে যান আসাদ ভালা। তৃতীয় রান নিতে গিয়ে ৩ বলে ২ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর নিজের দ্বিতীয় ওভার করতে এসে বিধ্বংসী হয়ে উঠেন ফজল হক ফারুকী।

প্রথম বলে তিনি লেগা সাইয়াকাকে ও পরের বলে সাসে বাউকে আউট করে জাগান হ্যাটট্রিক সম্ভাবনা। দুজনই ক্যাচ দেন উইকেটের পেছনে দাঁড়ানো রহমানউল্লাহ গুরবাজের হাতে। পরের ওভারে এসে নাভিন উল হক বোল্ড করেন ৩ বলে ১ রান করা হিরি হিরিকে।

কিছুটা সাবলীল থাকা টনি উরাকেও পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই বোল্ড করেন নাভিন। ১৮ বলে ১১ রান করেছিলেন এই ব্যাটার। দলের নিয়মিত উইকেট হারানোর ভিড়ে কেবল দুজনই কিছু রান করতে পেরেছেন।

অষ্টম উইকেট জুটিতে ৩৪ বলে ৩৮ রান করেন কিপলিন দুরিগা ও আলেই নাউ। ২ চারে ৩২ বলে ২৭ রান করা কিলপিন দুরিগাকে ফেরান নূর আহমেদ। ১৯ বলে ১৩ রান করা নাউ ক্যাচ দেন ফারুকীর বলে।

তবুও অবশ্য অলআউট হওয়া ঠেকাতে পারেনি পাপুয়া নিউগিনি। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন ফারুকী। নাভিন উল হক দুই ও নূর আহমেদ পেয়েছেন এক উইকেট।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নিউজিল্যান্ডকে বিদায় করে সুপার এইটে আফগানরা

প্রকাশের সময় : ১২:২৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

চাঁদ সোপারকে উড়িয়ে মারলেন গুলবাদিন নাইব। বল উড়ে যাচ্ছে সীমানার দিকে, বাউন্ডারি লাইন পেরিয়ে সেটা আছড়ে পড়লো সীমানার ওপারে। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৭ উইকেটের বড় জয়ে নিশ্চিত হলো আফগানিস্তানের সুপার এইট। একই সঙ্গে বেজে উঠলো নিউ জিল্যান্ডের বিদায় ঘণ্টা।

শুক্রবার (১৪ জুন) ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৫ রানে গুটিয়ে যায় নিউগিনি। জবাব দিতে নেমে দ্রুত ৩ উইকেট হারালেও নাইব এবং মোহাম্মদ নবীর বীরত্বে ২৯ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় আফগানিস্তান।

রান তাড়ায় নামা আফগানিস্তানের দুই ওপেনারকে তিন ওভারের ভেতরই ফিরিয়ে দেয় পাপুয়া নিউগিনি। ৭ বল খেলে কোনো রান না করে কামেয়ার বলে বোল্ড হয়ে যান ইব্রাহিম জাদরান। পরের ওভারে ফিরে যান তার সঙ্গী রহমানউল্লাহ গুরবাজও। ৭ বলে ১১ রান করা এই ব্যাটারকে বোল্ড করেন নাউ।

দুই উইকেট হারিয়ে বিপদে পড়া দলটির জন্য হাল ধরেন গুলবাদিন নাইব ও আজমতউল্লাহ ওমরজাই। কিন্তু আজমতউল্লাহকেও ফিরিয়ে দেয় পাপুয়া নিউগিনি। ১৮ বলে ১৩ রান করে ভানুয়ার বলে বোল্ড হন তিনি। উইকেটের জন্য মরিয়া পাপুয়া নিউগিনি দুটি রিভিউ নিয়েও ব্যর্থ হয়।

আফগানিস্তান এরপর অবশ্য আর কোনো উইকেট হারায়নি। দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন গুলবাদিন নাইব ও মোহাম্মদ নবী। ৪ চার ও ১ ছক্কায় ৩৬ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন নাইব, ২৩ বলে ১৬ রান আসে মোহাম্মদ নবীর ব্যাটে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুর দিকেই চার বলের ভেতর তিন উইকেট হারায় পাপুয়া নিউগিনি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে রান আউট হয়ে যান আসাদ ভালা। তৃতীয় রান নিতে গিয়ে ৩ বলে ২ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর নিজের দ্বিতীয় ওভার করতে এসে বিধ্বংসী হয়ে উঠেন ফজল হক ফারুকী।

প্রথম বলে তিনি লেগা সাইয়াকাকে ও পরের বলে সাসে বাউকে আউট করে জাগান হ্যাটট্রিক সম্ভাবনা। দুজনই ক্যাচ দেন উইকেটের পেছনে দাঁড়ানো রহমানউল্লাহ গুরবাজের হাতে। পরের ওভারে এসে নাভিন উল হক বোল্ড করেন ৩ বলে ১ রান করা হিরি হিরিকে।

কিছুটা সাবলীল থাকা টনি উরাকেও পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই বোল্ড করেন নাভিন। ১৮ বলে ১১ রান করেছিলেন এই ব্যাটার। দলের নিয়মিত উইকেট হারানোর ভিড়ে কেবল দুজনই কিছু রান করতে পেরেছেন।

অষ্টম উইকেট জুটিতে ৩৪ বলে ৩৮ রান করেন কিপলিন দুরিগা ও আলেই নাউ। ২ চারে ৩২ বলে ২৭ রান করা কিলপিন দুরিগাকে ফেরান নূর আহমেদ। ১৯ বলে ১৩ রান করা নাউ ক্যাচ দেন ফারুকীর বলে।

তবুও অবশ্য অলআউট হওয়া ঠেকাতে পারেনি পাপুয়া নিউগিনি। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন ফারুকী। নাভিন উল হক দুই ও নূর আহমেদ পেয়েছেন এক উইকেট।