Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘নায়িকারাই শুধু মাদকাসক্ত নায়করা কি তুলসীপাতা’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
  • ১৯৮ জন দেখেছেন

মিমি

ভারতীয় বাংলা ছবির নায়িকা মিমি চক্রবর্তী এবার নায়কদের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘বলিউডে নায়িকারাই শুধু মাদকাসক্ত! পুরুষেরা কী করেন? ঘর পরিষ্কার করেন, রান্না করেন আর জোড়হাতে তাদের বউদের জন্য প্রার্থনা করেন, ভগবান ওদের রক্ষা কর?’

বলিউডের পিতৃতন্ত্রের বিরুদ্ধে এই বিস্ফোরক মন্তব্য করলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। মাদক সংশ্লিষ্টতায় লক্ষ্য শুধু নায়িকারাই কেন এমন প্রশ্ন তার। আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় নায়িকাদের পাশাপাশি নায়কদের মাদক সংশ্লিষ্টতা নিয়েও তদন্তের দাবি করেন মিমি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন করেন তিনি। এই প্রথম বলিউডের সঙ্গে ড্রাগ নিয়ে এনসিবি তদন্তের প্রকাশ্য সমালোচনা করলেন তিনি।

মিমি আরও বলেন, ‘কোনো মেয়ে যদি কাজের মাধ্যমে ক্ষমতাশালী হয়, সুন্দরী হয়, অভিনেত্রী হয় তাকে সবাই দেখতে চাইবে। এখন মাদকযোগে এনসিবি শুধু অভিনেত্রীদের ডেকে পাঠাল? ছেলেরা কি ধোয়া তুলসীপাতা?’

আরও পড়ুন : এনসিবির জিজ্ঞাসাবাদের সময় রণবীরকে পাশে চান দীপিকা

নিজের অভিজ্ঞতার কথা প্রসঙ্গে মিমি বলেন, ‘আমি বিশেষ কারও পক্ষ নিচ্ছি না! তবে আমি জানি একজন মেয়ে হিসেবে কেমন করে ধাপে ধাপে লড়াই করে দীপিকাকে উঠতে হয়েছে। ও নিজের বক্তব্যও বলিষ্ঠ। সেই কারণেই ও পিতৃতন্ত্রের নজরে। ওর এত পরিশ্রম। ইমেজ সব নষ্ট হয়ে যাবে? আমার খুব খারাপ লাগছে!’

দীপিকার কথা বলতে গিয়ে মিমি জানান, ‘মাদক যোগ নিয়ে তদন্ত যদি করতেই হয় তা হলে আইনগতভাবে হোক। বেছে বেছে অভিনেত্রীদের এই সারিতে দাঁড় করানো হচ্ছে কেন।’

অভিনেত্রী আরও বলেন, ‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই সবাই জানল বলিউডে মাদক ব্যবসা চলে। এর আগে এই বিষয় নিয়ে কই কোনো কথা তো ওঠেনি! কেন?’

সূত্র: আনন্দবাজার

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

‘নায়িকারাই শুধু মাদকাসক্ত নায়করা কি তুলসীপাতা’

প্রকাশের সময় : ০২:১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০

ভারতীয় বাংলা ছবির নায়িকা মিমি চক্রবর্তী এবার নায়কদের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘বলিউডে নায়িকারাই শুধু মাদকাসক্ত! পুরুষেরা কী করেন? ঘর পরিষ্কার করেন, রান্না করেন আর জোড়হাতে তাদের বউদের জন্য প্রার্থনা করেন, ভগবান ওদের রক্ষা কর?’

বলিউডের পিতৃতন্ত্রের বিরুদ্ধে এই বিস্ফোরক মন্তব্য করলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। মাদক সংশ্লিষ্টতায় লক্ষ্য শুধু নায়িকারাই কেন এমন প্রশ্ন তার। আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় নায়িকাদের পাশাপাশি নায়কদের মাদক সংশ্লিষ্টতা নিয়েও তদন্তের দাবি করেন মিমি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন করেন তিনি। এই প্রথম বলিউডের সঙ্গে ড্রাগ নিয়ে এনসিবি তদন্তের প্রকাশ্য সমালোচনা করলেন তিনি।

মিমি আরও বলেন, ‘কোনো মেয়ে যদি কাজের মাধ্যমে ক্ষমতাশালী হয়, সুন্দরী হয়, অভিনেত্রী হয় তাকে সবাই দেখতে চাইবে। এখন মাদকযোগে এনসিবি শুধু অভিনেত্রীদের ডেকে পাঠাল? ছেলেরা কি ধোয়া তুলসীপাতা?’

আরও পড়ুন : এনসিবির জিজ্ঞাসাবাদের সময় রণবীরকে পাশে চান দীপিকা

নিজের অভিজ্ঞতার কথা প্রসঙ্গে মিমি বলেন, ‘আমি বিশেষ কারও পক্ষ নিচ্ছি না! তবে আমি জানি একজন মেয়ে হিসেবে কেমন করে ধাপে ধাপে লড়াই করে দীপিকাকে উঠতে হয়েছে। ও নিজের বক্তব্যও বলিষ্ঠ। সেই কারণেই ও পিতৃতন্ত্রের নজরে। ওর এত পরিশ্রম। ইমেজ সব নষ্ট হয়ে যাবে? আমার খুব খারাপ লাগছে!’

দীপিকার কথা বলতে গিয়ে মিমি জানান, ‘মাদক যোগ নিয়ে তদন্ত যদি করতেই হয় তা হলে আইনগতভাবে হোক। বেছে বেছে অভিনেত্রীদের এই সারিতে দাঁড় করানো হচ্ছে কেন।’

অভিনেত্রী আরও বলেন, ‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই সবাই জানল বলিউডে মাদক ব্যবসা চলে। এর আগে এই বিষয় নিয়ে কই কোনো কথা তো ওঠেনি! কেন?’

সূত্র: আনন্দবাজার