Dhaka বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নারী ক্রিকেটারদের ৩৫ লাখ টাকা বোনাস ঘোষণা বিসিবির

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • ১৯৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে দারুণ খেলা বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য ৩৫ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ লাখ টাকা পুরো দলের জন্য আর ১০ লাখ টাকা হচ্ছে পারফরম্যান্স বোনাস। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকিকে দুই লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (২৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে এই ঘোষণা দেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এর আগে পাপন মেয়েদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন, তাদের সঙ্গে কেক কেটে ঐতিহাসিক এই অর্জন উদযাপন করেন।

বিকেলে বিসিবি সভাপতি মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। এ সময় তিনি বোনাসের প্রশ্নে বলেন, সাধারণত সিরিজ জিতলে আমরা বোনাস দেই। তবে এবার সিরিজ না জিতলেও, প্রথম ওয়ানডে জিতেছে ভারতের সাথে… এজন্য এবং শেষ ম্যাচে টাই করলো। এছাড়া আমাদের সেঞ্চুরি আছে একটা, বেশ কয়েকটা মেয়ে খুব ভালো পারফর্ম করেছে। পুরো দলের জন্য ২৫ লাখ টাকা দিচ্ছি। এই সব কিছু মিলিয়ে আমরা যেটা করেছি, শুধু ক্রিকেটারদের জন্য ২৫ লাখ টাকা, এর সঙ্গে যারা পারফর্ম করেছে যেমন সেঞ্চুরির জন্য আলাদা ২ লাখ এবং যারা ভালো করেছে ওদের জন্য আলাদা আলাদা টাকা, এভাবে আমরা দিয়েছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।

ভারতের বিপক্ষে মেয়েরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে। টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচ জিতে। ওয়ানডেতে এই প্রথম ভারতের বিপক্ষে জয়ের কৃতিত্ব অর্জন করে লাল সবুজের প্রতিনিধিরা।

মেয়েদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট বিসিবি সভাপতি বলেন, মেয়েদের দলকে আমরা যতটা দুর্বল মনে করি। তারা কিন্তু তাদের এত দুর্বল মনে করে না। তারা যত শক্তিশালী প্রতিপক্ষই হোক না কেন, সাহস নিয়ে খেলে। প্রথম ওয়ানডে জিতলো, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। ভারতের সঙ্গে জেতার পর অধিনায়কের সঙ্গে কথা বলি। বলি যে তোমরা বোনাস পাবে। সামনে দুটো ম্যাচ আছে, দেখো সিরিজটা জেতা যায় কি না। আমি নিজে যে খুব বিশ্বাস করেছি তা না। তবে তোমরা খুব ভালো খেলেছো। তারপর যে খেলাটা দেখলাম সিরিজে। একটা জিনিস আমরা বলতে পারি, নিঃসন্দেহে সবাই স্বীকার করবে মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে। তাদের নিবেদনে, কাজের ধরনে কোনো সমস্যা নাই। তাদের অনেকের পারফরম্যান্স ভালো উন্নতি করেছে। এটা চোখে পড়ার মতো।

পাপন নিজে মাঠে বসে খেলা দেখেছেন মেয়েদের এবং তাদের জয় দেখে মুগ্ধ হয়েছেন। তিনি বলেন, প্রথমদিন ম্যাচটা দেখেছিলাম মাঠে বসে। ওদিনও আমি বলেছিলাম আমি সন্তুষ্ট, খেলা দেখে হতাশ না। বলার পেছনে কারণ ছিল একটাই ভারতের মেয়েদের যে দলটা, আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তাদের সঙ্গে যেভাবে খেলেছে, খেলাটা আমরা হেরেছি। কিন্তু হতাশ না। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ভারত। ওরা যেমন সুযোগ সুবিধা দেয়, আমরা তেমন দিতে পারি না।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

নারী ক্রিকেটারদের ৩৫ লাখ টাকা বোনাস ঘোষণা বিসিবির

প্রকাশের সময় : ০৭:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে দারুণ খেলা বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য ৩৫ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ লাখ টাকা পুরো দলের জন্য আর ১০ লাখ টাকা হচ্ছে পারফরম্যান্স বোনাস। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকিকে দুই লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (২৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে এই ঘোষণা দেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এর আগে পাপন মেয়েদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন, তাদের সঙ্গে কেক কেটে ঐতিহাসিক এই অর্জন উদযাপন করেন।

বিকেলে বিসিবি সভাপতি মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। এ সময় তিনি বোনাসের প্রশ্নে বলেন, সাধারণত সিরিজ জিতলে আমরা বোনাস দেই। তবে এবার সিরিজ না জিতলেও, প্রথম ওয়ানডে জিতেছে ভারতের সাথে… এজন্য এবং শেষ ম্যাচে টাই করলো। এছাড়া আমাদের সেঞ্চুরি আছে একটা, বেশ কয়েকটা মেয়ে খুব ভালো পারফর্ম করেছে। পুরো দলের জন্য ২৫ লাখ টাকা দিচ্ছি। এই সব কিছু মিলিয়ে আমরা যেটা করেছি, শুধু ক্রিকেটারদের জন্য ২৫ লাখ টাকা, এর সঙ্গে যারা পারফর্ম করেছে যেমন সেঞ্চুরির জন্য আলাদা ২ লাখ এবং যারা ভালো করেছে ওদের জন্য আলাদা আলাদা টাকা, এভাবে আমরা দিয়েছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।

ভারতের বিপক্ষে মেয়েরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে। টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচ জিতে। ওয়ানডেতে এই প্রথম ভারতের বিপক্ষে জয়ের কৃতিত্ব অর্জন করে লাল সবুজের প্রতিনিধিরা।

মেয়েদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট বিসিবি সভাপতি বলেন, মেয়েদের দলকে আমরা যতটা দুর্বল মনে করি। তারা কিন্তু তাদের এত দুর্বল মনে করে না। তারা যত শক্তিশালী প্রতিপক্ষই হোক না কেন, সাহস নিয়ে খেলে। প্রথম ওয়ানডে জিতলো, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। ভারতের সঙ্গে জেতার পর অধিনায়কের সঙ্গে কথা বলি। বলি যে তোমরা বোনাস পাবে। সামনে দুটো ম্যাচ আছে, দেখো সিরিজটা জেতা যায় কি না। আমি নিজে যে খুব বিশ্বাস করেছি তা না। তবে তোমরা খুব ভালো খেলেছো। তারপর যে খেলাটা দেখলাম সিরিজে। একটা জিনিস আমরা বলতে পারি, নিঃসন্দেহে সবাই স্বীকার করবে মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে। তাদের নিবেদনে, কাজের ধরনে কোনো সমস্যা নাই। তাদের অনেকের পারফরম্যান্স ভালো উন্নতি করেছে। এটা চোখে পড়ার মতো।

পাপন নিজে মাঠে বসে খেলা দেখেছেন মেয়েদের এবং তাদের জয় দেখে মুগ্ধ হয়েছেন। তিনি বলেন, প্রথমদিন ম্যাচটা দেখেছিলাম মাঠে বসে। ওদিনও আমি বলেছিলাম আমি সন্তুষ্ট, খেলা দেখে হতাশ না। বলার পেছনে কারণ ছিল একটাই ভারতের মেয়েদের যে দলটা, আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তাদের সঙ্গে যেভাবে খেলেছে, খেলাটা আমরা হেরেছি। কিন্তু হতাশ না। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ভারত। ওরা যেমন সুযোগ সুবিধা দেয়, আমরা তেমন দিতে পারি না।