বিয়ের মাত্র সাত দিনের মাথায় মুক্তা আক্তার (১৮) নামের এক নববধূর বিষপানে আত্মহত্যা করেছেন। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণ বিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
নিহত মুক্তা আক্তার কল্যাণ বিলপাড় এলাকার মুক্তার হোসেনের মেয়ে এবং একই এলাকার আল-আমিনের স্ত্রী।
মৃতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, এক সপ্তাহ আগে আল-আমিনের সঙ্গে পারিবারিকভাবে মুক্তা আক্তারের বিয়ে হয়। তবে কয়েক দিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জেরে দু‘দিন আগে তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যান। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি বিষাক্ত কিছু সেবন করেন।
আরও পড়ুন : শ্যালিকাকে ধর্ষণ: কোটিপতি দুলাভাইয়ের উত্থান নিয়ে প্রশ্ন
পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়। এক পর্যায়ে পথেই তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াদ জানান, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। মৃতের বাবা বাড়ি থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।