Dhaka শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপু গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকা থেকে মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ খান টিপুকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।

বুধবার (৮ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৯টায় লঞ্চঘাট এলাকায় জড়ো হচ্ছিলেন টিপুসহ বিএনপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশ সাদা পোশাকে সেখানে হাজির হয়ে গ্রেপ্তার করে টিপুকে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাদাত হোসেন বলেন, কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে নাশকতা করার সময় মহানগর বিএনপির সদস্যসচিব টিপুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতার বেশ কয়েকটি মামলা রয়েছে। পলাতক থেকে বিভিন্ন স্থানে মিছিল করছিলেন তিনি।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে শহরে অবরোধ সমর্থনে মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মিছিল করা হয়। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের পর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সদর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় টিপুর বিরুদ্ধে সাতটি মামলা হয়।

এদিকে, বুধবার সকাল সাড়ে ৬টায় আড়াইহাজারের কান্দাইলের বাইপাস ঢাকা-সিলেট মহাসড়কে মিছিল ও আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপু গ্রেফতার

প্রকাশের সময় : ১২:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকা থেকে মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ খান টিপুকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।

বুধবার (৮ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৯টায় লঞ্চঘাট এলাকায় জড়ো হচ্ছিলেন টিপুসহ বিএনপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশ সাদা পোশাকে সেখানে হাজির হয়ে গ্রেপ্তার করে টিপুকে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাদাত হোসেন বলেন, কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে নাশকতা করার সময় মহানগর বিএনপির সদস্যসচিব টিপুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতার বেশ কয়েকটি মামলা রয়েছে। পলাতক থেকে বিভিন্ন স্থানে মিছিল করছিলেন তিনি।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে শহরে অবরোধ সমর্থনে মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মিছিল করা হয়। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের পর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সদর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় টিপুর বিরুদ্ধে সাতটি মামলা হয়।

এদিকে, বুধবার সকাল সাড়ে ৬টায় আড়াইহাজারের কান্দাইলের বাইপাস ঢাকা-সিলেট মহাসড়কে মিছিল ও আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।