নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
আধিপত্য বিস্তার নিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুইপক্ষের সংঘর্ষে বাতেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আড়াইহাজার উপজেলার সাতগাঁও ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে সাতগাঁও ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাতেনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, সাতগাঁও ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিক্যালে একজন মারা গেছেন। এ ঘটনায় এখনও পর্যন্ত মামলা হয়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে।