Dhaka মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বাবুর্চিকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরে রায়হান মিয়া (৪৫) নামে এক বাবুর্চিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার চাষাঢ়া রেলস্টেশন সংলগ্ন ইসদাইর এলাকায় এঘটনা ঘটে।

নিহত রায়হান মিয়া ফতুল্লার গলাচিপা এলাকার মৃত মেছের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে রায়হান নামে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে দেয় চাষাঢ়া ডাকবাংলো ভবনের বিপরীত পাশে ইসদাইরগামী সড়কে। এ সময় ওই পথ ধরে যাওয়ার সময় ব্যাটারিচালিত এক রিকশাচালক তার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তিনি রায়হানের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহতের দ্বিতীয় ছেলে সাব্বির হোসেন অভিযোগ করে বলেন, আমার বাবা বাবুর্চির কাজ করতেন। কিছুদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার লোকজন আমার বাবার সঙ্গে বিরোধে জড়ায়। ওই সময় রাজ্জাক ও তার লোকজন আমার বাবাকে মারধর করে। এর জের ধরে আজ রাতে রাজ্জাক ও তার লোকজন বাবাকে এলা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত শেষে নিশ্চিত করে বলা সম্ভব হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মোবাইল ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমালো এনবিআর

নারায়ণগঞ্জে বাবুর্চিকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ১২:২৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরে রায়হান মিয়া (৪৫) নামে এক বাবুর্চিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার চাষাঢ়া রেলস্টেশন সংলগ্ন ইসদাইর এলাকায় এঘটনা ঘটে।

নিহত রায়হান মিয়া ফতুল্লার গলাচিপা এলাকার মৃত মেছের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে রায়হান নামে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে দেয় চাষাঢ়া ডাকবাংলো ভবনের বিপরীত পাশে ইসদাইরগামী সড়কে। এ সময় ওই পথ ধরে যাওয়ার সময় ব্যাটারিচালিত এক রিকশাচালক তার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তিনি রায়হানের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহতের দ্বিতীয় ছেলে সাব্বির হোসেন অভিযোগ করে বলেন, আমার বাবা বাবুর্চির কাজ করতেন। কিছুদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার লোকজন আমার বাবার সঙ্গে বিরোধে জড়ায়। ওই সময় রাজ্জাক ও তার লোকজন আমার বাবাকে মারধর করে। এর জের ধরে আজ রাতে রাজ্জাক ও তার লোকজন বাবাকে এলা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত শেষে নিশ্চিত করে বলা সম্ভব হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।