Dhaka বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে পলিথিনের ব্যাগে মিলল যুবকের ৭ টুকরো লাশ

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের লেকের পাড় থেকে তিন পলিথিনে মোড়ানো অজ্ঞাত একজনের (৪০) লাশের সাত টুকরো উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের উত্তর পাশে ৫ নম্বর সেক্টরের ব্রাক্ষণখালী এলাকায় লেকের পাড় থেকে পলিথিনে মোড়ানো লাশের টুকরো উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বুধবার সকাল ৮টার দিকে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের লেকের পাড়ে তিনটি কালো পলিথিনের ব্যাগে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক এক করে পলিথিনের ব্যাগগুলো খুললে একজনের মাথা, দুই হাত, শরীরের পেছনের অংশ, নাড়িভুঁড়ি, বাঁ পা, বাঁ উরুর কাটা অংশ উদ্ধার করে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২/৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার লাশ খণ্ড বিখণ্ড করে তিন পলিথিনের বস্তায় ভর্তি করে গতকাল রাতের যেকোনও সময় পূর্বাচলে লেকের পাড়ে ফেলে রেখে গেছে। তবে উদ্ধার হওয়া লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার রহস্য উদ্ঘাটন করা যাবে।

এদিকে, থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থল থেকে সিআইডি ও পিবিআইয়ের পৃথক টিম আলামত সংগ্রহ করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান রূপগঞ্জ থানার ওসি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারায়ণগঞ্জে পলিথিনের ব্যাগে মিলল যুবকের ৭ টুকরো লাশ

প্রকাশের সময় : ০৯:৪৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের লেকের পাড় থেকে তিন পলিথিনে মোড়ানো অজ্ঞাত একজনের (৪০) লাশের সাত টুকরো উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের উত্তর পাশে ৫ নম্বর সেক্টরের ব্রাক্ষণখালী এলাকায় লেকের পাড় থেকে পলিথিনে মোড়ানো লাশের টুকরো উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বুধবার সকাল ৮টার দিকে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের লেকের পাড়ে তিনটি কালো পলিথিনের ব্যাগে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক এক করে পলিথিনের ব্যাগগুলো খুললে একজনের মাথা, দুই হাত, শরীরের পেছনের অংশ, নাড়িভুঁড়ি, বাঁ পা, বাঁ উরুর কাটা অংশ উদ্ধার করে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২/৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার লাশ খণ্ড বিখণ্ড করে তিন পলিথিনের বস্তায় ভর্তি করে গতকাল রাতের যেকোনও সময় পূর্বাচলে লেকের পাড়ে ফেলে রেখে গেছে। তবে উদ্ধার হওয়া লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার রহস্য উদ্ঘাটন করা যাবে।

এদিকে, থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থল থেকে সিআইডি ও পিবিআইয়ের পৃথক টিম আলামত সংগ্রহ করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান রূপগঞ্জ থানার ওসি।