নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিসিক এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানার কাঁচপুর বেসিক এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮) এবং তাদের তিন মেয়ে মুন্নি (১৪), তন্নী (১২) ও মৌরী (৬)। বর্তমানে তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা সুকেশ দাস বলেন, পরিবারের সদস্যরা ভাড়া বাসার নিচতলায় থাকতেন। ভোরে রান্নার জন্য চুলা জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ধরে যায়। এতে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়। পরে আমরা তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসি।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, গ্যাস লিকেজ থেকে একই পরিবারের শিশুসহ পাঁচজন আমাদের এখানে এসেছে। মানবের শরীরে ৭০ শতাংশ, তার স্ত্রী বাচার শরীরে ৪৫ শতাংশ, তন্নীর শরীরে ২২ শতাংশ, মুন্নি (১৪) শরীরে ২৮ শতাংশ ও মৌরী শরীরে ৩৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা অশঙ্কাজনক।