Dhaka মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ-আগুনে দগ্ধ ৪

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের ফতুল্লায় চারতলা ভবনের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

রোববার (১৭ ডিসেম্বর) রাত ১টার দিকে কাশিপুর ইউনিয়নের খিল মার্কেট এলাকায় চারতলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনায় ঘটে।
দগ্ধরা হলেন- সুলতান মিয়া, তার স্ত্রী সাহিদা আক্তার, ছেলে নবী হোসেন ও আলী মিয়া।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কয়েকদিন আগে ওই ফ্ল্যাটে থাকা পরিবারের সবাই গ্রামের বাড়ি যান। এরপর গত শনিবার রাতে গ্রাম থেকে বাসায় ফিরে রান্নাঘরে চুলা জ্বালাতে লাইটার জ্বালাতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরের ভেতর থাকা চারজনই দগ্ধ হন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। এ সময় তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছে, ‘গ্যাসলাইনের লিকেজ’ থেকে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের জাতীয় হটলাইন নম্বরের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিস্ফোরণ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন স্থানীয় আগুন নিভিয়ে ফেলেছন। সেখানে পৌঁছে দগ্ধ কাউকে পাওয়া যায়নি। তদন্তের পরে ক্ষয়ক্ষতির বিষয়ে জানানো হবে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম বলেন, গ্যাস বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধ সাহিদা আক্তারের অবস্থা আশঙ্কাজনক।

আবহাওয়া

সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি তরুণীর পা বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ-আগুনে দগ্ধ ৪

প্রকাশের সময় : ১২:১০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের ফতুল্লায় চারতলা ভবনের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

রোববার (১৭ ডিসেম্বর) রাত ১টার দিকে কাশিপুর ইউনিয়নের খিল মার্কেট এলাকায় চারতলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনায় ঘটে।
দগ্ধরা হলেন- সুলতান মিয়া, তার স্ত্রী সাহিদা আক্তার, ছেলে নবী হোসেন ও আলী মিয়া।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কয়েকদিন আগে ওই ফ্ল্যাটে থাকা পরিবারের সবাই গ্রামের বাড়ি যান। এরপর গত শনিবার রাতে গ্রাম থেকে বাসায় ফিরে রান্নাঘরে চুলা জ্বালাতে লাইটার জ্বালাতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরের ভেতর থাকা চারজনই দগ্ধ হন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। এ সময় তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছে, ‘গ্যাসলাইনের লিকেজ’ থেকে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের জাতীয় হটলাইন নম্বরের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিস্ফোরণ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন স্থানীয় আগুন নিভিয়ে ফেলেছন। সেখানে পৌঁছে দগ্ধ কাউকে পাওয়া যায়নি। তদন্তের পরে ক্ষয়ক্ষতির বিষয়ে জানানো হবে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম বলেন, গ্যাস বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধ সাহিদা আক্তারের অবস্থা আশঙ্কাজনক।