Dhaka শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সোনারগাঁ উপজেলা প্রতিনিধি : 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজায় অ্যাম্বুলেন্স-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে আরও পাঁচজন।

রোববার (২৯ ডিসেম্বর) বিকালে মহাসড়কের ঢাকাগামী নেনের মেঘনা টোলপ্লাজার উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আছিয়া বেগম (৬৫)। তার বাড়ি খুলনা জেলায় বলে জানা গেছে। আহত ৫ জনের মধ্যে তাৎক্ষণিকভাবে আলেয়া খাতুন (৬০), শফিকুল ইসলাম (৬৫) ও অর্থি (১০) এর পরিচয় জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রোববার বিকেলের দিকে মোগরাপাড়া চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে উল্টোপথে গজারিয়ার দিকে যাচ্ছিল একটি সিএনজি। পথে সিএনজিটি মহাসড়কের সোনারগাঁও অংশের মেঘনা সেতুর ঢালে ঢাকাগামী দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান এক নারী। এ ঘটনায় দশ মাস বয়সী এক শিশুসহ আহত হন আরও পাঁচজন।

দুর্ঘটনায় আহত আলেয়া খাতুন বলেন, গজারিয়া উপজেলায় আনোয়ার গ্রুপে আমার ছেলে রাকিব কাজ করে। ছেলের সঙ্গে দেখা করতে বেআইন, ছেলের বউসহ পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছিলাম। পথে দুর্ঘটনার শিকার হই।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্র জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত দুজন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন শফিকুল ইসলাম (৬৫) ও অর্থি (১০)। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর জেনেছি। শুনেছি বাকিরা চিকিৎসাধীন। বিস্তারিত পরে বলতে পারবো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশে যেন উগ্রবাদ মাথাচাড়া দিতে না পারে : তারেক রহমান

নারায়ণগঞ্জে অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশের সময় : ০১:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁ উপজেলা প্রতিনিধি : 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজায় অ্যাম্বুলেন্স-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে আরও পাঁচজন।

রোববার (২৯ ডিসেম্বর) বিকালে মহাসড়কের ঢাকাগামী নেনের মেঘনা টোলপ্লাজার উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আছিয়া বেগম (৬৫)। তার বাড়ি খুলনা জেলায় বলে জানা গেছে। আহত ৫ জনের মধ্যে তাৎক্ষণিকভাবে আলেয়া খাতুন (৬০), শফিকুল ইসলাম (৬৫) ও অর্থি (১০) এর পরিচয় জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রোববার বিকেলের দিকে মোগরাপাড়া চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে উল্টোপথে গজারিয়ার দিকে যাচ্ছিল একটি সিএনজি। পথে সিএনজিটি মহাসড়কের সোনারগাঁও অংশের মেঘনা সেতুর ঢালে ঢাকাগামী দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান এক নারী। এ ঘটনায় দশ মাস বয়সী এক শিশুসহ আহত হন আরও পাঁচজন।

দুর্ঘটনায় আহত আলেয়া খাতুন বলেন, গজারিয়া উপজেলায় আনোয়ার গ্রুপে আমার ছেলে রাকিব কাজ করে। ছেলের সঙ্গে দেখা করতে বেআইন, ছেলের বউসহ পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছিলাম। পথে দুর্ঘটনার শিকার হই।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্র জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত দুজন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন শফিকুল ইসলাম (৬৫) ও অর্থি (১০)। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর জেনেছি। শুনেছি বাকিরা চিকিৎসাধীন। বিস্তারিত পরে বলতে পারবো।