Dhaka শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নাভিন-মুজিব-ফারুকিকে নিয়ে এসিবির নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : 

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গিয়ে বিদেশি ফ্র্যাঞ্চাইজি খেলায় বেশি আগ্রহ দেখিয়েছিলেন ফজল-হক ফারুকি, মুজিবুর রহমান ও নাভিন উল হক। এমন সিদ্ধান্তে এসিবি তাদের শায়েস্তা করতে বিদেশি ফ্র্যাঞ্চাইজি খেলায় নিষেধাজ্ঞা আরোপ করে এবং এই তিন ক্রিকেটারের নো-অবজেক্টশন সার্টিফিকেট (এনওসি) বাতিল করে দেয়। একইসঙ্গে আগামী ২ বছর তাদেরকে কোনো ধরনের এনওসি না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এসিবির পক্ষ থেকে বলা হয়েছিল। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে আগামী দুই বছর এই তিন ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে না। পাশাপাশি তাদের বর্তমান এনওসিও বাতিল করা হয়। তবে শেষ পর্যন্ত ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন তাদের সবাই। ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আফগান ক্রিকেটে ফিরছেন তারা।

তবে, এরবাইরেও কিছুটা হলেও স্বস্তির সংবাদ আছে এই তিন ক্রিকেটারের জন্য। তাদের তিনজনকেই এবার বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তির জন্য ডাকা হবে। একইসঙ্গে সামনের দিনগুলোতে সীমিত আকারে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের জন্য অনুমতি দেওয়া হবে। যদিও সেটা ঠিক কদিনের জন্য বা কতগুলো লিগের জন্য, তা পরিষ্কার করেনি এসিবি।

তবে একইসঙ্গে এই তিন ক্রিকেটারকে শেষবারের মতো সতর্ক করতেও ভোলেনি আফগান ক্রিকেটের কর্তারা। বলা হয়েছে, ভবিষ্যতে এমন আচরণের সুবাদে তাদের মাসিক বেতন এবং ম্যাচ ফির বড় একটি অংশ কর্তন করা হতে পারে।

একইসঙ্গে প্রেস বিজ্ঞপ্তিতে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড জানিয়েছে, বোর্ডের শাস্তির মুখে থাকা এই তিন ক্রিকেটারের যাবতীয় কার্যক্রম এবং পারফরম্যান্স বিশেষভাবে তদারকির কথাও জানিয়েছে এসিবি। বোর্ডের প্রধান মিরওয়াইস আশরাফের ভাষ্য, তাদের প্রত্যাশা এই তিন ক্রিকেটার এমন আচরণ সংশোধন করবে। একইসঙ্গে ভবিষ্যতে আর কোনো ক্রিকেটারের মাঝে এমন কিছু দেখা গেলে, সেক্ষেত্রে বোর্ড আরও কড়া সিদ্ধান্ত নেবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নাভিন-মুজিব-ফারুকিকে নিয়ে এসিবির নতুন সিদ্ধান্ত

প্রকাশের সময় : ০২:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গিয়ে বিদেশি ফ্র্যাঞ্চাইজি খেলায় বেশি আগ্রহ দেখিয়েছিলেন ফজল-হক ফারুকি, মুজিবুর রহমান ও নাভিন উল হক। এমন সিদ্ধান্তে এসিবি তাদের শায়েস্তা করতে বিদেশি ফ্র্যাঞ্চাইজি খেলায় নিষেধাজ্ঞা আরোপ করে এবং এই তিন ক্রিকেটারের নো-অবজেক্টশন সার্টিফিকেট (এনওসি) বাতিল করে দেয়। একইসঙ্গে আগামী ২ বছর তাদেরকে কোনো ধরনের এনওসি না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এসিবির পক্ষ থেকে বলা হয়েছিল। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে আগামী দুই বছর এই তিন ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে না। পাশাপাশি তাদের বর্তমান এনওসিও বাতিল করা হয়। তবে শেষ পর্যন্ত ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন তাদের সবাই। ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আফগান ক্রিকেটে ফিরছেন তারা।

তবে, এরবাইরেও কিছুটা হলেও স্বস্তির সংবাদ আছে এই তিন ক্রিকেটারের জন্য। তাদের তিনজনকেই এবার বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তির জন্য ডাকা হবে। একইসঙ্গে সামনের দিনগুলোতে সীমিত আকারে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের জন্য অনুমতি দেওয়া হবে। যদিও সেটা ঠিক কদিনের জন্য বা কতগুলো লিগের জন্য, তা পরিষ্কার করেনি এসিবি।

তবে একইসঙ্গে এই তিন ক্রিকেটারকে শেষবারের মতো সতর্ক করতেও ভোলেনি আফগান ক্রিকেটের কর্তারা। বলা হয়েছে, ভবিষ্যতে এমন আচরণের সুবাদে তাদের মাসিক বেতন এবং ম্যাচ ফির বড় একটি অংশ কর্তন করা হতে পারে।

একইসঙ্গে প্রেস বিজ্ঞপ্তিতে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড জানিয়েছে, বোর্ডের শাস্তির মুখে থাকা এই তিন ক্রিকেটারের যাবতীয় কার্যক্রম এবং পারফরম্যান্স বিশেষভাবে তদারকির কথাও জানিয়েছে এসিবি। বোর্ডের প্রধান মিরওয়াইস আশরাফের ভাষ্য, তাদের প্রত্যাশা এই তিন ক্রিকেটার এমন আচরণ সংশোধন করবে। একইসঙ্গে ভবিষ্যতে আর কোনো ক্রিকেটারের মাঝে এমন কিছু দেখা গেলে, সেক্ষেত্রে বোর্ড আরও কড়া সিদ্ধান্ত নেবে।