Dhaka বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ২ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

মিয়ানমারে সংঘাতের জের ধরে কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা দুই নাগরিককে স্বদেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে দুদিনে চার রোহিঙ্গা নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর লম্বাবিল এলাকায় দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেন তারা। এ সময় দায়িত্বরত বিজিবির সদস্যরা ওই দুই নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। পরে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়।

চলমান সংঘাতের মধ্যে মিয়ানমারের সামরিক ও বেসামরিক ব্যক্তিরা পালিয়ে আসছেন বাংলাদেশে। কৌশলে অনুপ্রবেশের চেষ্টা করছেন সীমান্তের ওপারের রোহিঙ্গারা। কিছু প্রতিহত করা গেলেও অনেকে বাংলাদেশে ঢুকে পড়েছে। অস্ত্রসহ অনুপ্রবেশকারী ২৩ জনকে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

এর আগে গত বৃহস্পতিবার টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা দুই নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছিল বিজিবি।

এ নিয়ে গত দুদিনে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের রোহিঙ্গা চার নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানান মহিউদ্দীন আহমেদ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে একটুও ছাড় নয় : নাহিদ ইসলাম

নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ২ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

প্রকাশের সময় : ১০:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

মিয়ানমারে সংঘাতের জের ধরে কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা দুই নাগরিককে স্বদেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে দুদিনে চার রোহিঙ্গা নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর লম্বাবিল এলাকায় দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেন তারা। এ সময় দায়িত্বরত বিজিবির সদস্যরা ওই দুই নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। পরে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়।

চলমান সংঘাতের মধ্যে মিয়ানমারের সামরিক ও বেসামরিক ব্যক্তিরা পালিয়ে আসছেন বাংলাদেশে। কৌশলে অনুপ্রবেশের চেষ্টা করছেন সীমান্তের ওপারের রোহিঙ্গারা। কিছু প্রতিহত করা গেলেও অনেকে বাংলাদেশে ঢুকে পড়েছে। অস্ত্রসহ অনুপ্রবেশকারী ২৩ জনকে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

এর আগে গত বৃহস্পতিবার টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা দুই নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছিল বিজিবি।

এ নিয়ে গত দুদিনে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের রোহিঙ্গা চার নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানান মহিউদ্দীন আহমেদ।