Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নাফ নদীতে চোরাকারবারিদের গুলিতে বিজিবির ২ সদস্য আহত

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে চোরাকারবারিদের গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জুন) রাতে নাফনদীর রহমানের খাল এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে আহত দুই সদস্যের নাম জানানো হয়নি।

আহতদের রামু সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, বিজিবির টেকনাফের ব্যাটালিয়নের নাজিরপাড়া বিওপির একটি চোরাচালান প্রতিরোধ নৌ টহলদল নাফ নদীতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় নাফনদীর রহমানের খালে একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারি দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ছুটতে থাকে। এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

এতে চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুই সদস্য গুরুতর আহত হয়। একপর্যায়ে বিজিবির টহলদলের প্রতিরোধের মুখে সশস্ত্র চোরাকারবারিরা গুলিবর্ষণ করতে করতে মিয়ানমার সীমান্তের ভেতরে চলে যায়। আহত বিজিবি সদস্যরা রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

নাফ নদীতে চোরাকারবারিদের গুলিতে বিজিবির ২ সদস্য আহত

প্রকাশের সময় : ০৯:৫৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে চোরাকারবারিদের গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জুন) রাতে নাফনদীর রহমানের খাল এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে আহত দুই সদস্যের নাম জানানো হয়নি।

আহতদের রামু সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, বিজিবির টেকনাফের ব্যাটালিয়নের নাজিরপাড়া বিওপির একটি চোরাচালান প্রতিরোধ নৌ টহলদল নাফ নদীতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় নাফনদীর রহমানের খালে একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারি দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ছুটতে থাকে। এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

এতে চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুই সদস্য গুরুতর আহত হয়। একপর্যায়ে বিজিবির টহলদলের প্রতিরোধের মুখে সশস্ত্র চোরাকারবারিরা গুলিবর্ষণ করতে করতে মিয়ানমার সীমান্তের ভেতরে চলে যায়। আহত বিজিবি সদস্যরা রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।