Dhaka রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নাটোর মহাশ্মশানে তরুণ দাস হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

নাটোর জেলা প্রতিনিধি : 

নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশানে চুরি ও তরুণ দাস (৫৬) নামের এক ভবঘুরেকে হত্যাকাণ্ডের ঘটনায় সবুজ হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে নাটোরের বড়হরিশপুরে কেন্দ্রীয় মহাশ্মশানে সাংবাদিকদের সামনে গ্রেপ্তার যুবককে উপস্থিত করে এই তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হুসাইন।

নিহত তরুণ দাস নাটোর শহরের আলাইপুর এলাকার মৃত কালিপদ দাসের ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে ওই শশ্মানে রাতে থাকতেন এবং ভবঘুরে হিসেবে পরিচিত ছিলেন। জড়িত গ্রেপ্তার আসামি মো. সবুজ হোসেন শহরের বড়হরিশপুর এলাকার মো. রমজান আলীর ছেলে।

পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, সবুজ হোসেনসহ অন্যরা মহাশ্মশানে চুরি করতে গেলে সেখানে উপস্থিত তরুণ চন্দ্র দাস তাদের দেখে ফেলেন। এ সময় তারা তরুণ চন্দ্র দাসের হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। পরে গত ২১ ডিসেম্বর সকালে নাটোর কেন্দ্রীয় মহাশ্মশান থেকে তরুণ দাসের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় নিহত তরুণ দাসের ছেলে তপু দাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে সবুজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সবুজ এবং জড়িত আরও কয়েকজনের তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ না করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এক বছরে বিএনপির আয় ১৫ কোটি ৬৬ লাখ টাকা : রিজভী

নাটোর মহাশ্মশানে তরুণ দাস হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:২৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

নাটোর জেলা প্রতিনিধি : 

নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশানে চুরি ও তরুণ দাস (৫৬) নামের এক ভবঘুরেকে হত্যাকাণ্ডের ঘটনায় সবুজ হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে নাটোরের বড়হরিশপুরে কেন্দ্রীয় মহাশ্মশানে সাংবাদিকদের সামনে গ্রেপ্তার যুবককে উপস্থিত করে এই তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হুসাইন।

নিহত তরুণ দাস নাটোর শহরের আলাইপুর এলাকার মৃত কালিপদ দাসের ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে ওই শশ্মানে রাতে থাকতেন এবং ভবঘুরে হিসেবে পরিচিত ছিলেন। জড়িত গ্রেপ্তার আসামি মো. সবুজ হোসেন শহরের বড়হরিশপুর এলাকার মো. রমজান আলীর ছেলে।

পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, সবুজ হোসেনসহ অন্যরা মহাশ্মশানে চুরি করতে গেলে সেখানে উপস্থিত তরুণ চন্দ্র দাস তাদের দেখে ফেলেন। এ সময় তারা তরুণ চন্দ্র দাসের হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। পরে গত ২১ ডিসেম্বর সকালে নাটোর কেন্দ্রীয় মহাশ্মশান থেকে তরুণ দাসের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় নিহত তরুণ দাসের ছেলে তপু দাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে সবুজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সবুজ এবং জড়িত আরও কয়েকজনের তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ না করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।