Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২

নাটোর জেলা প্রতিনিধি : 

নাটোরের খেজুরতলা এলাকায় বগুড়া থেকে নাটোরগামী জান্নাত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন- সিংড়া উপজেলার বারুইহাটি গ্রামের খইরুদ্দিনের ছেলে ভ্যানচালক মোজাম্মেল হক (৪৫) ও একই গ্রামের তাহেরের ছেলে আকতার (৫০)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া থেকে নাটোরগামী জান্নাত পরিবহনের একটি বাস খেজুরতলা এলাকায় ভ্যানটিকে চাপা দিলে মোজাম্মেল ও আকতার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বড়াইগ্রামের রাজাপুর এলাকা থেকে জান্নাত পরিবহনের বাসটি জব্দ করে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুব হোসেন জানান, তারা আহত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। বাস অথবা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৫ বছর যে বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয় : রুমিন ফারহানা

নাটোরে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ১২:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

নাটোর জেলা প্রতিনিধি : 

নাটোরের খেজুরতলা এলাকায় বগুড়া থেকে নাটোরগামী জান্নাত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন- সিংড়া উপজেলার বারুইহাটি গ্রামের খইরুদ্দিনের ছেলে ভ্যানচালক মোজাম্মেল হক (৪৫) ও একই গ্রামের তাহেরের ছেলে আকতার (৫০)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া থেকে নাটোরগামী জান্নাত পরিবহনের একটি বাস খেজুরতলা এলাকায় ভ্যানটিকে চাপা দিলে মোজাম্মেল ও আকতার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বড়াইগ্রামের রাজাপুর এলাকা থেকে জান্নাত পরিবহনের বাসটি জব্দ করে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুব হোসেন জানান, তারা আহত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। বাস অথবা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।