Dhaka মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে ন্যাশনাল ট্রাভেলস’র নৈশকোচে ডাকাতি

ফাইল ছবি

ঢাকা-রাজশাহী রুটের যাত্রীবাহী ন্যাশনাল ট্রাভেলসের একটি নৈশকোচে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতদল ওই নৈশকোচের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটে।

রাত সোয়া ২টার দিকে কোচটি রাজশাহী নগরীর শিরোইল বাসস্ট্যান্ডে এসে পৌঁছে। রাতেই ৯৯৯ থেকে ফোন পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ গিয়ে সেখানে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ।

আরও পড়ুন : মোটরযানের বীমা নিয়ে মামলা না করতে পুলিশকে চিঠি

ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ‘সিরাজগঞ্জের কাচিকাটা এলাকা থেকে ৭ জন যাত্রী রাজশাহীর উদ্দেশ্যে ওঠে ওই নৈশকোচে। পরে তারা অস্ত্রের মুখে বাসটি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে বাসটিকে নাটোরের বনপাড়া নিয়ে এসে পাবনার ঈশ্বরদীর সড়কের দিকে নিয়ে গিয়ে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন লুটে নেয়।

এরপর বিভিন্ন স্থানে ডাকাত দলের সদস্যরা নেমে যায়। বাসে মোট ২১ জন যাত্রী ছিলেন। তাদের সবার টাকা, মোবাইল লুট করে নেই সাত সদস্যের ডাকাত দল।

তিনি আরও জানান, ওই ঘটনায় ঘটনাস্থলে অবস্থিত নাটোরের গুরুদাসপুর অথবা বড়াইগ্রাম থানায় মামলা হতে পারে। সেখান থেকে পুলিশ চাইলে আমরা সহযোগিতা করবো। ঘটনার সঙ্গে বাসের চালক, সুপারভাইজার বা সহকারী চালক জড়িত আছে কিনা সেটি তদন্ত করে দেখতে পারে তারা।

তারা চাইলে চালক-হেলপারকে আটক করে সেখানে পাঠাবো। সিসিটিভির ফুটেজ দেখে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক : মাইকেল মিলার

নাটোরে ন্যাশনাল ট্রাভেলস’র নৈশকোচে ডাকাতি

প্রকাশের সময় : ১০:৫৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০

ঢাকা-রাজশাহী রুটের যাত্রীবাহী ন্যাশনাল ট্রাভেলসের একটি নৈশকোচে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতদল ওই নৈশকোচের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটে।

রাত সোয়া ২টার দিকে কোচটি রাজশাহী নগরীর শিরোইল বাসস্ট্যান্ডে এসে পৌঁছে। রাতেই ৯৯৯ থেকে ফোন পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ গিয়ে সেখানে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ।

আরও পড়ুন : মোটরযানের বীমা নিয়ে মামলা না করতে পুলিশকে চিঠি

ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ‘সিরাজগঞ্জের কাচিকাটা এলাকা থেকে ৭ জন যাত্রী রাজশাহীর উদ্দেশ্যে ওঠে ওই নৈশকোচে। পরে তারা অস্ত্রের মুখে বাসটি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে বাসটিকে নাটোরের বনপাড়া নিয়ে এসে পাবনার ঈশ্বরদীর সড়কের দিকে নিয়ে গিয়ে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন লুটে নেয়।

এরপর বিভিন্ন স্থানে ডাকাত দলের সদস্যরা নেমে যায়। বাসে মোট ২১ জন যাত্রী ছিলেন। তাদের সবার টাকা, মোবাইল লুট করে নেই সাত সদস্যের ডাকাত দল।

তিনি আরও জানান, ওই ঘটনায় ঘটনাস্থলে অবস্থিত নাটোরের গুরুদাসপুর অথবা বড়াইগ্রাম থানায় মামলা হতে পারে। সেখান থেকে পুলিশ চাইলে আমরা সহযোগিতা করবো। ঘটনার সঙ্গে বাসের চালক, সুপারভাইজার বা সহকারী চালক জড়িত আছে কিনা সেটি তদন্ত করে দেখতে পারে তারা।

তারা চাইলে চালক-হেলপারকে আটক করে সেখানে পাঠাবো। সিসিটিভির ফুটেজ দেখে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।