নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কাভার্ড ভ্যানের চালক সোহাগ হোসেন (৩০) এবং যাত্রী বিপ্লব হোসেন (৩৫)।
নিহত সোহাগ নলডাঙ্গা উপজেলার বেলঘড়িয়া এলাকার ফরজ আলীর ছেলে। অন্যদিকে নিহত বিপ্লব টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চৌবাড়িয়ার ওহেদ আলীর ছেলে। তিনি একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মালামাল নিয়ে তাকওয়া ফুড নামে একটি কাভার্ডভ্যানে এসআর সোহাগ হোসেন রংপুরে যাচ্ছিলেন। এ সময় নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে কাভার্ডভ্যানটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তখন কাভার্ডভ্যান চালক এবং ওই কোম্পানির এসআর ঘটনাস্থলে নিহত হন। অপরদিকে দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। পরে খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ ও কাভার্ডভ্যানটি উদ্ধার করেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালকসহ দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত কাজ চলছে।
নাটোর জেলা প্রতিনিধি 
























