Dhaka শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে আধিপত্য বিস্তার নিয়ে আ’লীগ-বিএনপির সংঘর্ষে আহত ৯

নাটোর জেলা প্রতিনিধি : 

নাটোরের বড়াইগ্রামে পুর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে নয়জন আহত হয়েছেন। এ সময় চারটি বাড়ি ও তিনটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোয়াড়ী সৈয়দ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- আওয়ামী লীগ কর্মী কসের উদ্দিন (৫৬), জিল্লুর রহমান (৩৮), ওসমান আলী (১৮) ও বিএনপি কর্মী হাবিবুর রহমান (৩৫), মাহফুজুর রহমান (২৪), জুয়েল রানা (৩২), আল আমিন আকাশ (২৬), আল আমিন (২০), রিয়াদ হাসান (১৭) ও আব্দুর রহিম (২৮)। আহতদের মধ্যে হাবিবুর রহমান ও মাহফুজুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বৃ-কাছুটিয়া গ্রামে বিএনপি কর্মী সাইফুর রহমানের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোয়াড়ী গ্রামের আওয়ামী লীগ নেতা দুলাল হোসেনের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার রাতে তাদের মধ্যে কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।

দুলাল হোসেন বলেন, সাইফুর রহমানের ভাতিজা ঈমান হোসেন ও আব্দুর রহিমের সঙ্গে গাঁজা বিক্রি নিয়ে জামাত আলীর ছেলে নাইম ও শহিদুলের ছেলে শিহাবের দ্বন্দ্ব বাঁধে। এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপও সম্প্রতি প্রকাশ প্রায়। শুক্রবার সন্ধ্যায় সাইফুর রহমান উপজেলার বিভিন্ন জায়গা থেকে বিএনপির কর্মীদের এনে জামাত আলী, শহিদুল ইসলাম ও আমার বাড়িতে হামলা করে, ভাংচুর চালায়।

সাইফুর রহমানের ভাতিজা ঈমান হোসেন বলেন, আমাদের আম বাগানে দুলালরা সব সময় অত্যাচার করে। প্রতিবাদ করলেই দলীয় প্রভাব খাটিয়ে মারপিট করে। শুক্রবার সন্ধ্যায় চায়ের স্টলে রাজনৈতিক কথা বলা নিয়ে কথা কাটাকটির এক পর্যায়ে দুলাল হোসেন ও তার লোকজন আমাদের উপর হামলা করে। এতে ৬ জন আহত হয় এবং তিনটি মোটরসাইকেল ভাংচুর করে তারা।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নাটোরে আধিপত্য বিস্তার নিয়ে আ’লীগ-বিএনপির সংঘর্ষে আহত ৯

প্রকাশের সময় : ০৮:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

নাটোর জেলা প্রতিনিধি : 

নাটোরের বড়াইগ্রামে পুর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে নয়জন আহত হয়েছেন। এ সময় চারটি বাড়ি ও তিনটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোয়াড়ী সৈয়দ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- আওয়ামী লীগ কর্মী কসের উদ্দিন (৫৬), জিল্লুর রহমান (৩৮), ওসমান আলী (১৮) ও বিএনপি কর্মী হাবিবুর রহমান (৩৫), মাহফুজুর রহমান (২৪), জুয়েল রানা (৩২), আল আমিন আকাশ (২৬), আল আমিন (২০), রিয়াদ হাসান (১৭) ও আব্দুর রহিম (২৮)। আহতদের মধ্যে হাবিবুর রহমান ও মাহফুজুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বৃ-কাছুটিয়া গ্রামে বিএনপি কর্মী সাইফুর রহমানের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোয়াড়ী গ্রামের আওয়ামী লীগ নেতা দুলাল হোসেনের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার রাতে তাদের মধ্যে কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।

দুলাল হোসেন বলেন, সাইফুর রহমানের ভাতিজা ঈমান হোসেন ও আব্দুর রহিমের সঙ্গে গাঁজা বিক্রি নিয়ে জামাত আলীর ছেলে নাইম ও শহিদুলের ছেলে শিহাবের দ্বন্দ্ব বাঁধে। এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপও সম্প্রতি প্রকাশ প্রায়। শুক্রবার সন্ধ্যায় সাইফুর রহমান উপজেলার বিভিন্ন জায়গা থেকে বিএনপির কর্মীদের এনে জামাত আলী, শহিদুল ইসলাম ও আমার বাড়িতে হামলা করে, ভাংচুর চালায়।

সাইফুর রহমানের ভাতিজা ঈমান হোসেন বলেন, আমাদের আম বাগানে দুলালরা সব সময় অত্যাচার করে। প্রতিবাদ করলেই দলীয় প্রভাব খাটিয়ে মারপিট করে। শুক্রবার সন্ধ্যায় চায়ের স্টলে রাজনৈতিক কথা বলা নিয়ে কথা কাটাকটির এক পর্যায়ে দুলাল হোসেন ও তার লোকজন আমাদের উপর হামলা করে। এতে ৬ জন আহত হয় এবং তিনটি মোটরসাইকেল ভাংচুর করে তারা।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।