Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় সম্প্রদায়গত দ্বন্দ্ব থামাতে গিয়ে ১৬ জন সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : 

নাইজেরিয়ায় সম্প্রদায়গত দ্বন্দ্ব থামাতে গিয়ে ১৬ জন সৈন্য নিহত হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ডেলটার বোমাদি এলাকায় এ ঘটনা ঘটে।

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল টুকুর গোসাউ ঘটনার সত্যতা স্বীকার কওে এক বিবৃতিতে বলেন, গত বৃহস্পতিবার ডেলটার বোমাদি এলাকায় ওকুমা সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সংঘাত মোকাবিলায় ১৮১ অ্যাম্ফিবিয়াস ব্যাটালিয়নের সৈন্যরা সেখানে গেলে তাদের ওপর এ হামলা হয়। এতে ১৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ওই দলের নেতৃত্বে থাকা কমান্ডিং অফিসার, দুজন মেজর, একজন ক্যাপ্টেন ও ১২ জন সৈনিক রয়েছেন।

তিনি বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীর প্রধান। ইতোমধ্যে কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন।

ডেলটা রাজ্যে সম্প্রদায়গত সংঘাত অনেকটা সাধারণ ঘটনা। সেখানে জমি এবং তেল কোম্পানিগুলোর কাছ থেকে পাওয়া ক্ষতিপূরণের অর্থ নিয়ে মাঝেমধ্যেই সংঘাত প্রাণঘাতী রূপ নেয়। এ ধরনের সংঘাত নাজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলেও বিরাজমান রয়েছে। এসব স্থানে সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয়। আবার এসব স্থানে সরকারি বাহিনীর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগও রয়েছে।

চলতি বছরের শুরুর দিকে মধ্য নাইজেরিয়ার প্লাতু রাজ্যে মুসলিম পশুপালক ও খ্রিষ্টান কৃষি সম্প্রদায়ের মধ্যে সংঘাতে অন্তত ৩০ জন নিহত হয়েছিলেন। এই দুই সম্প্রদায়ের মধ্যে সেখানে কয়েক বছর ধরেই উত্তেজনা চলে আসছে।

২০১৯ সালের মার্চে মার্কিন নেতৃত্বাধীন জোট সমর্থিত একটি সামরিক অভিযানের পর আইএস সিরিয়ায় তার শেষ অংশটি হারায়। কিন্তু জিহাদিদের অবশিষ্টাংশ মরুভূমিতে লুকিয়ে থাকে ও মারাত্মক আক্রমণ চালায়। তারা বেসামরিক নাগরিকদের পাশাপাশি কুর্দি নেতৃত্বাধীন বাহিনী, সিরিয়ার সরকারি সেনা ও ইরানপন্থী যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে, পাশাপাশি প্রতিবেশী ইরাকেও হামলা চালিয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নাইজেরিয়ায় সম্প্রদায়গত দ্বন্দ্ব থামাতে গিয়ে ১৬ জন সৈন্য নিহত

প্রকাশের সময় : ০২:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

নাইজেরিয়ায় সম্প্রদায়গত দ্বন্দ্ব থামাতে গিয়ে ১৬ জন সৈন্য নিহত হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ডেলটার বোমাদি এলাকায় এ ঘটনা ঘটে।

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল টুকুর গোসাউ ঘটনার সত্যতা স্বীকার কওে এক বিবৃতিতে বলেন, গত বৃহস্পতিবার ডেলটার বোমাদি এলাকায় ওকুমা সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সংঘাত মোকাবিলায় ১৮১ অ্যাম্ফিবিয়াস ব্যাটালিয়নের সৈন্যরা সেখানে গেলে তাদের ওপর এ হামলা হয়। এতে ১৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ওই দলের নেতৃত্বে থাকা কমান্ডিং অফিসার, দুজন মেজর, একজন ক্যাপ্টেন ও ১২ জন সৈনিক রয়েছেন।

তিনি বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীর প্রধান। ইতোমধ্যে কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন।

ডেলটা রাজ্যে সম্প্রদায়গত সংঘাত অনেকটা সাধারণ ঘটনা। সেখানে জমি এবং তেল কোম্পানিগুলোর কাছ থেকে পাওয়া ক্ষতিপূরণের অর্থ নিয়ে মাঝেমধ্যেই সংঘাত প্রাণঘাতী রূপ নেয়। এ ধরনের সংঘাত নাজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলেও বিরাজমান রয়েছে। এসব স্থানে সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয়। আবার এসব স্থানে সরকারি বাহিনীর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগও রয়েছে।

চলতি বছরের শুরুর দিকে মধ্য নাইজেরিয়ার প্লাতু রাজ্যে মুসলিম পশুপালক ও খ্রিষ্টান কৃষি সম্প্রদায়ের মধ্যে সংঘাতে অন্তত ৩০ জন নিহত হয়েছিলেন। এই দুই সম্প্রদায়ের মধ্যে সেখানে কয়েক বছর ধরেই উত্তেজনা চলে আসছে।

২০১৯ সালের মার্চে মার্কিন নেতৃত্বাধীন জোট সমর্থিত একটি সামরিক অভিযানের পর আইএস সিরিয়ায় তার শেষ অংশটি হারায়। কিন্তু জিহাদিদের অবশিষ্টাংশ মরুভূমিতে লুকিয়ে থাকে ও মারাত্মক আক্রমণ চালায়। তারা বেসামরিক নাগরিকদের পাশাপাশি কুর্দি নেতৃত্বাধীন বাহিনী, সিরিয়ার সরকারি সেনা ও ইরানপন্থী যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে, পাশাপাশি প্রতিবেশী ইরাকেও হামলা চালিয়েছে।