Dhaka শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাইজারে আন্তর্জাতিক বিমানবন্দরে ‘জিহাদি’ হামলা, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : 

আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামের এক আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ‘জিহাদিরা’। এ হামলায় চার সামরিক ব্যক্তি আহত ও অন্তত ২০ হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৮ জানুয়ারি) সারারাত ধরে চলা এ হামলায় আতঙ্ক বিরাজ করে দিওরি হামানি বিমানবন্দরের আশপাশের এলাকায়। গ্রেপ্তার করা হয়েছে অন্তত ১১ জনকে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওচিত্রে দেখা গেছে, বিমানবন্দরের রাতের আকাশে আগুনের ঝলকানি এবং বেশ কয়েক মিটার উঁচু লেলিহান শিখা। ভোরে অনেক পুড়ে যাওয়া গাড়ি এবং বিস্ফোরণের ধ্বংসাবশেষও নজরে এসেছে।

দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরটি রাজধানী থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে নাইজারের বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। গোলাগুলি শুরুর পরপরই ফায়ার সার্ভিসের গাড়ির সাইরেন শোনা যায় এবং সেগুলো বিমানবন্দরের দিকে দ্রুত ছুটতে দেখা যায়।

উল্লেখ্য, এই বিমানবন্দর নাইজার, বুর্কিনা ফাসো এবং মালির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদর দপ্তর হিসেবেও ব্যবহৃত হয়। এই তিনটি দেশই বর্তমানে সামরিক শাসনের অধীনে এবং তারা একত্রে ‘অ্যালায়েন্স অব সাহেল স্টেটস’ (অঊঝ) নামক একটি জোট গঠন করেছে।

এদিকে কয়েক বছর ধরে এ অঞ্চলে উগ্রপন্থি জিহাদি গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং এসিএলইডি নামক সংস্থার তথ্যমতে, কেবল ২০২৫ সালেই নাইজারে জিহাদি সহিংসতায় প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বিমানবন্দরের এই বিস্ফোরণ ও গোলাগুলি কেবল অভ্যন্তরীণ সামরিক কোন্দল নয়, বরং জিহাদি হামলা বা কৌশলগত কোনো অভিযানের অংশ হতে পারে। বিশেষ করে গত নভেম্বর থেকে ইউরেনিয়ামের একটি বিশাল চালান অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেও তা কয়েক সপ্তাহ ধরে এই বিমানবন্দরেই আটকে ছিল।

নাইজার সরকার বর্তমানে জেনারেল আবদুরাহমান তিয়ানির নেতৃত্বাধীন একটি সামরিক জান্তা দ্বারা পরিচালিত হচ্ছে, যারা ২০২৩ সালে নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রিয়ালের সামনে আবারো বেনফিকা, চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে কে কার মুখোমুখি

নাইজারে আন্তর্জাতিক বিমানবন্দরে ‘জিহাদি’ হামলা, নিহত ২০

প্রকাশের সময় : ১০:০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : 

আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামের এক আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ‘জিহাদিরা’। এ হামলায় চার সামরিক ব্যক্তি আহত ও অন্তত ২০ হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৮ জানুয়ারি) সারারাত ধরে চলা এ হামলায় আতঙ্ক বিরাজ করে দিওরি হামানি বিমানবন্দরের আশপাশের এলাকায়। গ্রেপ্তার করা হয়েছে অন্তত ১১ জনকে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওচিত্রে দেখা গেছে, বিমানবন্দরের রাতের আকাশে আগুনের ঝলকানি এবং বেশ কয়েক মিটার উঁচু লেলিহান শিখা। ভোরে অনেক পুড়ে যাওয়া গাড়ি এবং বিস্ফোরণের ধ্বংসাবশেষও নজরে এসেছে।

দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরটি রাজধানী থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে নাইজারের বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। গোলাগুলি শুরুর পরপরই ফায়ার সার্ভিসের গাড়ির সাইরেন শোনা যায় এবং সেগুলো বিমানবন্দরের দিকে দ্রুত ছুটতে দেখা যায়।

উল্লেখ্য, এই বিমানবন্দর নাইজার, বুর্কিনা ফাসো এবং মালির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদর দপ্তর হিসেবেও ব্যবহৃত হয়। এই তিনটি দেশই বর্তমানে সামরিক শাসনের অধীনে এবং তারা একত্রে ‘অ্যালায়েন্স অব সাহেল স্টেটস’ (অঊঝ) নামক একটি জোট গঠন করেছে।

এদিকে কয়েক বছর ধরে এ অঞ্চলে উগ্রপন্থি জিহাদি গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং এসিএলইডি নামক সংস্থার তথ্যমতে, কেবল ২০২৫ সালেই নাইজারে জিহাদি সহিংসতায় প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বিমানবন্দরের এই বিস্ফোরণ ও গোলাগুলি কেবল অভ্যন্তরীণ সামরিক কোন্দল নয়, বরং জিহাদি হামলা বা কৌশলগত কোনো অভিযানের অংশ হতে পারে। বিশেষ করে গত নভেম্বর থেকে ইউরেনিয়ামের একটি বিশাল চালান অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেও তা কয়েক সপ্তাহ ধরে এই বিমানবন্দরেই আটকে ছিল।

নাইজার সরকার বর্তমানে জেনারেল আবদুরাহমান তিয়ানির নেতৃত্বাধীন একটি সামরিক জান্তা দ্বারা পরিচালিত হচ্ছে, যারা ২০২৩ সালে নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল।