Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে এইচপি দলের বড় জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৫৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ২১৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ব্যাট হাতে টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার পর্যন্ত ব্যাট হাতে সবাই রাখলেন যথাসাধ্য অবদান। লড়াকু যে স্কোর বোর্ডে তাতে জমা হল, সেটা ডিফেন্ড করতে গিয়ে নর্দান টেরিটরি ক্রিকেটকে সুযোগই দিল না বাংলাদেশ এইচপি দল। তাতে প্রথম ৫০ ওভারের ম্যাচে মিলল বড় এক জয়।

বৃহস্পতিবার (১ আগস্ট) ডারউইনে প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে এইচপি দল দাঁড় করিয়েছিল ২৫০ রানে স্কোর। বোলারদের অলরাউন্ড পারফরম্যান্সে প্রতিপক্ষে মাত্র ১৩৮ রানে গুতিয়ে ১১২ রানের জয় তুলে নিয়েছে তানজিদ-আবু হায়দাররা।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন তানজিদ। আরেক ওপেনার পারভেজ করেন ৪৭ রান। আট নম্বরে নেমে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আবু হায়দার। পরে বল হাতে ২ উইকেট নেন এই বাঁহাতি পেসার।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেটে ১০০ রানের জুটি গড়ে তোলেন দুই বাঁহাতি তানজিদ ও পারভেজ। ৬৪ বলে ৫ চার ও ২ ছক্কায় গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ২০তম ওভারে আউট হন পারভেজ। টিকতে পারেননি তিন নম্বরে নামা জিসান আলম।

তিন ওভারের মধ্যে জিসান ও তানজিদের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় এইচপি। ৬৪ বলের ইনিংসে ৪ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন তানজিদ। একটি করে চার-ছক্কায় ১৩ বলে ১১ রান করেন জিসান।

অধিনায়ক আফিফ থামেন দুই অঙ্কের আগে। ভালো শুরুর পর ইনিংস বড় করতে না পারার হতাশায় পোড়েন আকবর আলি (২৬), শামিম হোসেন (২০), মাহফুজুর রহমান রাব্বিরা (১৭)। দুইশর আগে ৬ উইকেট হারিয়ে ফেলে এইচপি।

পরে ৪১ বলে ৩ চার ও ১ ছক্কার ইনিংস খেলে দলকে আড়াইশ রানে নিয়ে যান আবু হায়দার। প্রথম উইকেটের পর আর কোনো জুটিতে আসেনি পঞ্চাশ রান।

নর্দার্ন টেরিটরির পক্ষে ৪ উইকেট নেন হ্যামিশ মার্টিন।

পরে বল হাতে আড়াইশ রানের পুঁজিকে নর্দার্ন টেরিটরির জন্য অনেক বড় করে তোলেন আবু হায়দার, মুকিদুল ইসলামরা। পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্থানীয় দলটি। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

নিজেদের মধ্যে প্রথম ৪ উইকেট ভাগাভাগি করেন আবু হায়দার ও মুকিদুল। এরপর যোগ দেন দুই বাঁহাতি স্পিনার রকিবুল ইসলাম ও মাহফুজুর। তারাও ধরেন ২টি করে শিকার। ১০ ওভারে মাত্র ২৭ রান দেন রকিবুল। ৭ ওভারে মাহফুজুরের খরচ ১৭ রান। নর্দার্ন টেরিটরির পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার জ্যাকব ডিকম্যান। আর কোনো ব্যাটসম্যান ১৭ রানের বেশি করতে পারেননি।

আগামী মঙ্গলবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে এইচপি দলের বড় জয়

প্রকাশের সময় : ০৮:৫৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

ব্যাট হাতে টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার পর্যন্ত ব্যাট হাতে সবাই রাখলেন যথাসাধ্য অবদান। লড়াকু যে স্কোর বোর্ডে তাতে জমা হল, সেটা ডিফেন্ড করতে গিয়ে নর্দান টেরিটরি ক্রিকেটকে সুযোগই দিল না বাংলাদেশ এইচপি দল। তাতে প্রথম ৫০ ওভারের ম্যাচে মিলল বড় এক জয়।

বৃহস্পতিবার (১ আগস্ট) ডারউইনে প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে এইচপি দল দাঁড় করিয়েছিল ২৫০ রানে স্কোর। বোলারদের অলরাউন্ড পারফরম্যান্সে প্রতিপক্ষে মাত্র ১৩৮ রানে গুতিয়ে ১১২ রানের জয় তুলে নিয়েছে তানজিদ-আবু হায়দাররা।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন তানজিদ। আরেক ওপেনার পারভেজ করেন ৪৭ রান। আট নম্বরে নেমে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আবু হায়দার। পরে বল হাতে ২ উইকেট নেন এই বাঁহাতি পেসার।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেটে ১০০ রানের জুটি গড়ে তোলেন দুই বাঁহাতি তানজিদ ও পারভেজ। ৬৪ বলে ৫ চার ও ২ ছক্কায় গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ২০তম ওভারে আউট হন পারভেজ। টিকতে পারেননি তিন নম্বরে নামা জিসান আলম।

তিন ওভারের মধ্যে জিসান ও তানজিদের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় এইচপি। ৬৪ বলের ইনিংসে ৪ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন তানজিদ। একটি করে চার-ছক্কায় ১৩ বলে ১১ রান করেন জিসান।

অধিনায়ক আফিফ থামেন দুই অঙ্কের আগে। ভালো শুরুর পর ইনিংস বড় করতে না পারার হতাশায় পোড়েন আকবর আলি (২৬), শামিম হোসেন (২০), মাহফুজুর রহমান রাব্বিরা (১৭)। দুইশর আগে ৬ উইকেট হারিয়ে ফেলে এইচপি।

পরে ৪১ বলে ৩ চার ও ১ ছক্কার ইনিংস খেলে দলকে আড়াইশ রানে নিয়ে যান আবু হায়দার। প্রথম উইকেটের পর আর কোনো জুটিতে আসেনি পঞ্চাশ রান।

নর্দার্ন টেরিটরির পক্ষে ৪ উইকেট নেন হ্যামিশ মার্টিন।

পরে বল হাতে আড়াইশ রানের পুঁজিকে নর্দার্ন টেরিটরির জন্য অনেক বড় করে তোলেন আবু হায়দার, মুকিদুল ইসলামরা। পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্থানীয় দলটি। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

নিজেদের মধ্যে প্রথম ৪ উইকেট ভাগাভাগি করেন আবু হায়দার ও মুকিদুল। এরপর যোগ দেন দুই বাঁহাতি স্পিনার রকিবুল ইসলাম ও মাহফুজুর। তারাও ধরেন ২টি করে শিকার। ১০ ওভারে মাত্র ২৭ রান দেন রকিবুল। ৭ ওভারে মাহফুজুরের খরচ ১৭ রান। নর্দার্ন টেরিটরির পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার জ্যাকব ডিকম্যান। আর কোনো ব্যাটসম্যান ১৭ রানের বেশি করতে পারেননি।

আগামী মঙ্গলবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি।