Dhaka শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নরসিংদী জেলা প্রতিনিধি : 

নরসিংদীর শিবপুরে দৌলত হোসেন খান (৫৩) নামে এক পোলট্রি ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত দৌলত হোসেন খান (৫২) মধ্যপাড়া গ্রামের মৃত সামসুল ইসলাম খান আরজুর ছেলে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

নিহত ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি সড়কে আটকে এক রিকশাচালকের টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় যুবক তামিম ও তার দলবলের বিরুদ্ধে। এ ঘটনায় সাহাবুদ্দীন বাজারে ডাকা সালিশে তামিমের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন দৌলত খান। এতে দৌলত খানের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন তামিম। এ ছাড়া তামিমের বাবা শ্যামল মিয়ার কাছে প্রায় আট লাখ টাকা পেতেন দৌলত খান। ওই পাওনা টাকাও ফেরত দিচ্ছিলেন না শ্যামল। শনিবার রাত ১টার দিকে পরিবারের কেউ বাড়ি না থাকার সুযোগে তামিম ৮ থেকে ১০ জনের একটি দল নিয়ে দৌলত খানের বাড়িতে যান। বাড়ির আঙিনায় থাকা পোলট্রি ফিড বহনকারী ট্রাকের ব্যাটারি চুরির চেষ্টা করেন। চুরি ঠেকাতে পোলট্রি ফার্মের দুই কর্মচারীকে নিয়ে সেখানে যান দৌলত খান। দুই কর্মচারীর সামনেই দৌলত খানকে চাপাতি দিয়ে উপর্যুপরি কোপাতে শুরু করেন তারা। চিৎকারে বড় ভাই দেলোয়ার খানসহ অনেকে এগিয়ে এলে হামলাকারীরা তাদের হত্যার হুমকি দেন। ওই সময় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই দৌলত খানের মৃত্যু হলে হামলাকারীরা পালিয়ে যান।

খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। রাতে লাশ থানায় এনে রাখা হয়। রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লাশ থানা থেকে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজালুর রহমান বলেন, পূর্বশত্রুতার জের ধরে ব্যবসায়ী দৌলত খানকে হত্যা করা হতে পারে। তার পরিবারের সদস্যদের কাছ থেকে হত্যায় জড়িত ব্যক্তিদের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শেখ মুজিব জাতির জনক নন : নাহিদ ইসলাম

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ০৯:২০:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

নরসিংদী জেলা প্রতিনিধি : 

নরসিংদীর শিবপুরে দৌলত হোসেন খান (৫৩) নামে এক পোলট্রি ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত দৌলত হোসেন খান (৫২) মধ্যপাড়া গ্রামের মৃত সামসুল ইসলাম খান আরজুর ছেলে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

নিহত ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি সড়কে আটকে এক রিকশাচালকের টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় যুবক তামিম ও তার দলবলের বিরুদ্ধে। এ ঘটনায় সাহাবুদ্দীন বাজারে ডাকা সালিশে তামিমের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন দৌলত খান। এতে দৌলত খানের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন তামিম। এ ছাড়া তামিমের বাবা শ্যামল মিয়ার কাছে প্রায় আট লাখ টাকা পেতেন দৌলত খান। ওই পাওনা টাকাও ফেরত দিচ্ছিলেন না শ্যামল। শনিবার রাত ১টার দিকে পরিবারের কেউ বাড়ি না থাকার সুযোগে তামিম ৮ থেকে ১০ জনের একটি দল নিয়ে দৌলত খানের বাড়িতে যান। বাড়ির আঙিনায় থাকা পোলট্রি ফিড বহনকারী ট্রাকের ব্যাটারি চুরির চেষ্টা করেন। চুরি ঠেকাতে পোলট্রি ফার্মের দুই কর্মচারীকে নিয়ে সেখানে যান দৌলত খান। দুই কর্মচারীর সামনেই দৌলত খানকে চাপাতি দিয়ে উপর্যুপরি কোপাতে শুরু করেন তারা। চিৎকারে বড় ভাই দেলোয়ার খানসহ অনেকে এগিয়ে এলে হামলাকারীরা তাদের হত্যার হুমকি দেন। ওই সময় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই দৌলত খানের মৃত্যু হলে হামলাকারীরা পালিয়ে যান।

খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। রাতে লাশ থানায় এনে রাখা হয়। রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লাশ থানা থেকে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজালুর রহমান বলেন, পূর্বশত্রুতার জের ধরে ব্যবসায়ী দৌলত খানকে হত্যা করা হতে পারে। তার পরিবারের সদস্যদের কাছ থেকে হত্যায় জড়িত ব্যক্তিদের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।