নরসিংদী জেলা প্রতিনিধি :
নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৭ জন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৈয়দনগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলম হবিগঞ্জ জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরব অভিমূখী যাত্রীবাহি ফাহিমা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহি বাস ঢাকা- সিলেট মহাসড়কের সৈয়দনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মর্ডান পরিবহনের অপর একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৮ জন যাত্রী আহত হয়। আহতদেরকে উাদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলম কে মৃত ঘোষণা করেন। অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে ঢাকা প্রেরণ করা হয়েছে।
ইটাখোলা হাইওয়ে থানার ইন্সপেক্টর সোহেল সারোয়ার জানান, যাত্রীবাহি দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ৮ জন যাত্রী আহত হয়। তাদের উাদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাস দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।